মুম্বই: আগামী ৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসবে তাঁদের বিয়ের আসর। শনিবারই অভিনেত্রীকে দেখা যায় বিমানবন্দরে। দেখা যায়, ডিজাইনার মনীষ মলহোত্র এবং পরিবারের সঙ্গে তাঁকে জয়সলমেরের উদ্দেশে উড়ে যেতে দেখা যায়। এবার সিদ্ধার্থের দেখা পাওয়া গেল দিল্লিতে। অভিনেতাকেও দেখা গেল বাবা-মায়ের সঙ্গে দিল্লির বাড়ি থেকে বেরতে।
জয়সলমেরের উদ্দেশে চললেন সিদ্ধার্থ মলহোত্র-
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কালো হুডি এবং চোখে সানগ্লাস পরে দিল্লির বাড়ি থেকে বেরচ্ছেন সিদ্ধার্থ মলহোত্র। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ছবি শিকারীদের দিকে তাকিয়ে হাতও নাড়েন। অন্য আর একটি ভিডিওতে দেখা যায় দিল্লি বিমানবন্দরে পরিবারের সঙ্গে রয়েছে সিদ্ধার্থ। আন্দাজ করাই যাচ্ছে যে, তিনিও চলেছেন জয়সলমেরের উদ্দেশে।
আরও পড়ুন - Happy Birthday Urmila Matondkar: পরিচালকের সঙ্গে সম্পর্ক থেকে রাজনীতিতে পা, একনজরে ঊর্মিলার অজানা তথ্য
প্রসঙ্গত, জয়সলমেরের বিলাসবহুল হোটেল সূর্যগড় প্যালেসে বিবাহবন্ধনে (Sidharth Kiara Wedding) আবদ্ধ হবেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। বি টাউনের বেশ কিছু তারকা উপস্থিত থাকতে পারেন সেখানে। দুই তারকা পর্দায় জুটি বাঁধেন 'শেরশাহ' ছবিতে।
প্রসঙ্গত, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভিডিওটি পোস্ট করে সেখানে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর ভালোবাসাকে 'স্বর্গীয়' বলে উল্লেখ করেছেন। ভিডিওরটির ক্যাপশনে কঙ্গনা লেখেন, 'কী অসাধারণ এই জুটি। সত্যিকারের ভালোবাসা দুষ্প্রাপ্য এই ছবির ইন্ডাস্ট্রিতে। ওদের একসঙ্গে দেখতে সর্গীয় লাগছে।'