আবীর ইসলাম, আবীর দত্ত, বীরভূম: গরুপাচারকাণ্ডে এবার বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানা। এদিন সকালে বোলপুরের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘণ্টাদুয়েক ধরে তল্লাশি চালান সিবিআই অফিসাররা। আয়-ব্যয় সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য নিয়ে যাওয়া হয় কনসালট্যান্টের অফিসে। এরপর তৃণমূল কাউন্সিলরকে বাড়িতে ফিরিয়ে এনে ফের জিজ্ঞাসাবাদ শুরু হয়। 


আয়-ব্যয় সংক্রান্ত নথি যাচাই
প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে। আয়-ব্যয় সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য নিয়ে যাওয়া হয় কনসালট্যান্টের অফিসে । এরপর তৃণমূল কাউন্সিলরকে বাড়িতে ফিরিয়ে এনে ফের জিজ্ঞাসাবাদ হয়  বোলপুরের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে। 


কোটি কোটি টাকার সম্পত্তির নথি সিবিআইয়ের হাতে
জানা গিয়েছে, অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। কোটি কোটি টাকার সম্পত্তির নথি সিবিআইয়ের হাতে এসেছে বলে খবর। অনুব্রতর একার নামেই মিলেছে ২৪টি সম্পত্তির নথি। অনুব্রত-কন্যা সুকন্যার নামে ২৬টি সম্পত্তির হদিশ পয়েছেন সিবিআই গোয়েন্দারা। অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি রয়েছে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামে ৪৭টি নথিভুক্ত সম্পত্তি রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামে আছে ৩২টি সম্পত্তি ! বিদ্যুতের স্ত্রী মহুয়া গায়েনের নামে ২টি জায়গায় রয়েছে সম্পত্তি। অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের নামে ১৮টি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআইয়ের। 


সুজিত দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান
অনুব্রতর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বোলপুরের শুঁড়িপাড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি ছাড়াও তৃণমূল কর্মী সুদীপ রায় ও বোলপুরের উকিল পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ সুজিত দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই অভিযান। একইসঙ্গে তল্লাশি চলছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির বোলপুরের বাড়িতে। এর আগে ১৭ অগাস্ট পূর্ব পল্লির অস্থায়ী সিবিআই ক্যাম্পে ডেকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় মণীশকে।