সন্দীপ সরকার, বোলপুর: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর এবার অনুব্রতরও খামারবাড়ির (Farm House) হদিশ? ৫০ বিঘে জমির উপর খামারবাড়ির হদিশ বোলপুরে (Bolpur)। এই খামারবাড়ি অনুব্রত মণ্ডলের, দাবি কেয়ারটেকারের! ‘বছর কুড়ি আগে এই সম্পত্তি কেনেন অনুব্রত’, মাঝেমধ্যেই খামারবাড়িতে আসতেন অনুব্রত, দাবি কেয়ারটেকারের।                         

  


খামারবাড়ি তথ্য


বোলপুরের সিয়ান এলাকায় বড়সড় খামারবাড়ি।কেয়ারটেকারের পরিবারের দাবি, মালিকের নাম অনুব্রত মণ্ডল।প্রায় ৫০ বিঘা জমির ওপর ধান, মাছ, সবজি সবকিছুর চাষ হয়। কেয়ারটেকারের দাবি, বছর কুড়ি আগে এই সম্পত্তি কেনেন অনুব্রত। যা চাষ হয়, সবই বাজারে বিক্রি হয়। খামারে গবাদি পশু না থাকলেও রয়েছে বড় বড় খড়ের গাদা। মাঝেমধ্যেই খামারবাড়িতে আসতেন অনুব্রত। কেয়ারটেকারের এক আত্মীয়া অনুব্রতর বোলপুরের নিচুপট্টির বাড়িতে পরিচারিকার কাজ করেন।                   


আরও পড়ুন, অনুব্রতের বাড়িতে ফের যজ্ঞের আয়োজন, নেতার নামেই হবে পুজো


অন্যদিকে, শুধু অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন নন, গরু পাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে বীরভূমের বিভিন্ন থানার একাধিক পুলিশ কর্মী। খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, এই পুলিশ কর্মীরা সায়গলের সঙ্গে যোগসাজশ করে এনামুল ও তার সহযোগীদের পাচারে সাহায্য করতেন। সায়গলের কললিস্ট খতিয়ে দেখে এই সমস্ত পুলিশ কর্মীদের নাম মিলেছে। সিবিআই সূত্রে খবর, এই তথ্য সামনে রেখেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় তারা। কার নির্দেশে কাজ করতেন এই পুলিশ কর্মীরা? প্রয়োজনে ওই পুলিশ কর্মীদের তলব করে বয়ান রেকর্ড করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। 


এছাড়াও গরুপাচার মামলায় সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। ‘মোট ৪৫টি সম্পত্তির সঙ্গে যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের নামে। কোনও সম্পত্তি অনুব্রত ও তাঁর রক্ষী সায়গল হোসেনের নামে যৌথ ভাবে রয়েছে। কোনও সম্পত্তি অনুব্রতর পরিবারের সদস্যদের নামে। আবার কোনও সম্পত্তি রয়েছে অনুব্রতর একার নামে’, সম্পত্তির নাম উল্লেখ করে চার্জশিট সিবিআইয়ের, দাবি সূত্রের।  ‘প্রায় ১ হাজার ৮০০ অস্ট্রেলিয়ান গরু পাচারে যুক্ত এনামুল হক। গোটা বিষয়েই অবগত ছিলেন অনুব্রত’, সিবিআইয়ের ৮০ পাতার চার্জশিটে উল্লেখ রয়েছে বলে জানান হয়েছে।