ভাস্কর মুখোপাধ্যায়, আবীর ইসলাম, বীরভূম : টোটোর পিছনে সিক্স প্যাক নিয়ে ঘুরছেন অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal ) ! এক সময়ে বীরভূমের ( Birbhum ) দোর্দণ্ডপ্রতাপ নেতা। গরুপাচার কাণ্ডে জেলবন্দি থাকাকালীনই, তাঁকে 'বীরভূমের বাঘ' বলে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) । দলের নেত্রীও ( Mamata Banerjee ) কোনওদিন তাঁর সম্পর্কে একটিও বিরূপ মন্তব্য করেননি। সেই কেষ্টকে নিয়ে এবার তীব্র শ্লেষ টোটোচালকের।
রাঙামাটিতে ছুটছে সুকেশের টোটো
অনুব্রত গড়ে বীরদর্পে রাঙামাটিতে ছুটছে সুকেশের টোটো । বোলপুর, শান্তিনিকেতনের রাস্তায় দেখা মিলছে বীরভূমের বেতাজ বাদশার এই ছবিওয়ালা সেই টোটোর। গরুপাচার মামলায় তিহাড়ে বন্দি তৃণমূলের জেলা সভাপতি। টোটোর পিছনে একসময়ের দাপুটে নেতার ছবি দেখে অনেকেই চমকে উঠছেন। নেপথ্যে টোটো চালক সুকেশ চক্রবর্তী।
' মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়েছিলেন অনুব্রত '
তাঁর অভিযোগ, বিজেপির সমর্থক হওয়ায় বছর দুয়েক আগে বোমা মজুত রাখার মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়েছিলেন অনুব্রত। তাই সিক্স প্যাক অনুব্রতর কার্টুন-ছবি গাড়ির পিছনে সেঁটে তিহাড়-বাসকে কটাক্ষ করে পাল্টা জবাব দিচ্ছেন টোটো চালক। এখানেই শেষ নয়, পোস্টারে তীব্র আক্রমণ। ' আপনি যখন ক্ষমতায় ছিলেন, বহুজনকে দিয়েছেন মিথ্যা করে গাঁজার কেস, পাপ কোনওদিন বাপকে ছাড়ে না, তিহার জেলে বসে বুঝতে পারছেন বেশ। '
ভগবান রূপে বিচারপতি গঙ্গোপাধ্যায়
সুকেশের টোটোয় চমকের এখানেই শেষ নয়। টোটোর পিছনে এই প্রথম এই ধরনের পোস্টার সাঁটিয়ে বোলপুর শান্তিনিকেতন ঘুরে বেড়াচ্ছেন এমন নয়। এর আগেও তার টোটোর পিছনে দেখা গিয়েছে পার্থ অর্পিতা সহ বিভিন্ন ব্যক্তিদের যারা দুর্নীতিতে অভিযুক্ত। আবার ভগবান রূপে তার টোটোই দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও।
মনে করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে ফের শুরু হতে পারে রাজনৈতিক আকচা আকচি। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় এই তৃণমূল বা বিজেপি কারও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আপাতত তিহাড় জেলেই অনুব্রত
গরুপাচার মামলায় আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। গত ৩ এপ্রিল, তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এদিকে, তিনি যে আসানসোল জেলে ফিরতে চেয়ে আবেদন করেছিলেন, তার শুনানি, ৮ই মে। গত ২১শে মার্চ, ইডি-র হেফাজত শেষে, আপাতত তিহাড় জেলে ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের।