বীরভূম: অনুব্রতহীন বীরভূমে দুর্গাপুজো (Durga Puja)। আর অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ির পুজোয় যোগ দিলেন কাজল শেখ। জেলে থাকার কারণে গত দুবছর গ্রামের বাড়ির পুজোয় যোগ দিতে পারেননি অনুব্রত। এবার সেই পুজো কেমন হচ্ছে, কেষ্টর বাড়ির সদস্যরা কেমন আছেন, খোঁজ নিতে নানুরের হাটসেরান্দি গ্রামে গেলেন বীরভূম জেলা পরিষদের সভাধপতি কাজল শেখ।
অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ির পুজোয় যোগ দিলেন কাজল শেখ
অনুব্রতর ভাই বাবলু মণ্ডলের সঙ্গে কথা বলেন কাজল। জেলা রাজনীতিতে বরাবরই অনুব্রতর বিরুদ্ধ গোষ্ঠীর লোক বলে পরিচিত কাজল শেখ। যদিও প্রকাশ্যে কোনও দিনই তা স্বীকার করেনি জেলা তৃণমূল নেতৃত্ব। কাজল শেখের বক্তব্য, আগেও একাধিকবার এই পুজোয় এসেছেন তিনি। প্রসঙ্গত, বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৈরি করে দেওয়া দলের কোর কমিটিতে আগেই ঠাঁই পেয়েছিলেন কাজল শেখ।তারপর জেলা পরিষদ আসনে কাজল শেখকে প্রার্থী করে তৃণমূল (TMC)।
অনুব্রতকে তাঁর রাজনৈতিক গুরু বলে মন্তব্য় করেছিলেন কাজল শেখ
যিনি আবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরোধী গোষ্ঠীর নেতা বলেও পরিচিত। যদিও পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতকে তাঁর রাজনৈতিক গুরু বলে মন্তব্য় করেছিলেন কাজল শেখ (Kajal Sheikh) । তিনি বলেছিলেন, 'অনুব্রত মণ্ডল হচ্ছে আমার রাজনৈতিক গুরু। দল প্রয়োজন মনে করেছে, আমাকে নমিনেশন দিয়েছে। দলের জন্য নমিনেশন কেন নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজল শেখ সবকিছু করতে প্রস্তুত আছে।'
আরও পড়ুন, পালকি সফরে নবপত্রিকাকে স্নান, প্রায় ৩৫০ বছরের রীতি কাটোয়ার সাহা বাড়িতে
'বিচারককে হুমকি..' , মূলত এবারও দুর্গা পুজোও জেলেই কাটবে অনুব্রতর
মূলত এবারও দুর্গা পুজোও জেলেই কাটবে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। 'নিম্ন আদালতের বিচারককে হুমকি দিয়েছেন অনুব্রত', জামিনের আবেদনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের। তথ্য দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। জবাব দিতে অনুব্রতকে এক সপ্তাহ সময় দিলেন বিচারপতি। ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। তবে অনুব্রতর এবারের পুজোও জেলে কাটবে বলেই আগেই আশঙ্কা করেছিলেন তাঁর অনুগামীরা। পাশাপাশি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও পুজোর সময় জেলেই থাকতে চলেছেন। সুপ্রিম কোর্টে অনুব্রত-কন্যা সুকন্যার জামিনের আবেদনের শুনানি চার মাস পিছিয়ে গিয়েছে। অর্থাৎ এবছরের পুজোটা তিহাড় জেলের ছ'নম্বর সেলেই কাটাতে হবে তাঁকে।