বাঁকুড়া: জেলা নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশের পর এবার নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন বাঁকুড়ার (Bankura) দুই বিদ্রোহী বিধায়ক। ফের বাড়ল জল্পনা। এর আগে ২৬ ডিসেম্বর দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ছাড়েন বিজেপির চার বিধায়ক। গতকাল জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তাঁরা জে পি নাড্ডা (JP Nadda), অমিত শাহকে চিঠি দেন। এবার নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা ও ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া। নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের বিষয়টিকে ব্যক্তিগত বলে দাবি করেছেন দুই বিধায়কই। তৃণমূলের কটাক্ষ, দল ছাড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন বিজেপি বিধায়করা। ওন্দার বিধায়ক দল ছাড়ছেন না বলে স্পষ্ট জানালেও, তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন ইন্দাসের বিধায়ক।
প্রয়াত মনোহর পর্রীকরের (Manohar Parrikar) ছেলে উৎপল পর্রীকরকে (Utpal Parrikar) ঘিরে গোয়া (Goa Polls 2022) বিজেপি-তে (BJP) পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। প্রকাশ্যে আবেদন একাধিক বার আবেদন জানানো সত্ত্বেও বাবার আসনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। এমন পরিস্থিতিতে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক সেই সময় নির্দল প্রার্থী হিসেবে উৎপলকে পানাজি থেকে সমর্থন করবেন বলে জানালেন গোয়ায় রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ (RSS)-এর প্রাক্তন প্রধান সুভাষ বেলিঙ্কর (Subhash Velingkar)।
উল্লেখ্য, ২০১২ সালে গোয়া বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির সঙ্গে জোট গড়ে জয়ী হয় বিজেপি। কিন্তু সেখানে সুভাষের পরামর্শ এবং সুপারিশ কার্যকর হচ্ছিল নাা। তাতে প্রকাশ্যেই তৎকালীন সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। তার জেরে সঙ্ঘ এবং গোয়ায় সঙ্ঘ প্রধানের পদ, দু’টিই হারাতে হয় সুভাষকে। তার পর গোয়া সুরক্ষা মঞ্চ নামের নিজের দল গঠন করেন তিনি। পানাজি আসনে উৎপলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বিজেপি-র অস্বস্তি বাড়ালেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এর আগে, বিজেপি-র প্রাক্তন শরিক দল শিবসেনাও উৎপলকে সমর্থন করার কথা জানিয়েছিল। দলের নেতা সঞ্জয় রাউত বলেন, ‘‘গোয়া নির্বাচনে লড়বেন কি না, তা উৎপল পর্রীকরের উপরই নির্ভর করছে। বিজেপি-কে গোয়ায় প্রতিষ্ঠিত করার পিছনে ওঁর পরিবারের অবদান অনস্বীকার্য। নির্দল প্রার্থী হিসেবে উৎপল ভোটে দাঁড়ালে, আমরা ওঁকে সমর্থন করব।’’