বীরভূম: পুরভোটের আগে বীরভূমে অস্ত্র-গুলি ও বোমা তৈরির মশলা উদ্ধার। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল নানুর থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ ও প্রায় সাড়ে ৪ কেজি বোমার মশলা উদ্ধার করেছে পুলিশ। একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়। প্রথমে ২ জনকে উদ্ধার এরপর রাতে কীর্ণাহার থেকেও ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, পুরভোটে সন্ত্রাসের জন্য বোমা, গুলি মজুত করছে শাসকদল। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                                                                                              


অন্যদিকে, দুষ্কৃতীদের (Criminals) বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল বীরভূমের (Birbhum) সদাইপুর থানার (Sadaipur Police Station) পুলিশ। অস্ত্র সহ ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল সদাইপুর থানার পুলিশ (Cops)।                                                                                            


পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কচুজোড় সংলগ্ন একটি সেতুর কাছে দুষ্কর্মের উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন দুষ্কৃতীকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। দুষ্কৃতী দলে সাত-আটজন জন ছিল। তাদের মধ্যে শেখ বদরুজ্জামান, শেখ মেহের ও রিফাজুল ইসলাম, এই তিনজনকে গ্রেফতার করা হয়। বাকিরা পলাতক। তাঁদের প্রত্যেকের বাড়ি পাঁড়ুই থানার জানুড়ি গ্রামে।


ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার দেশি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ভোজালি, রড উদ্ধার করে পুলিশ। আজ তাদের সিউড়ি আদালতে তোলা হয়।