প্রসূন চক্রবর্তী, মনোজ বন্দ্যোপাধ্যায় ও করুণাময় সিংহ: বাঁকুড়ার বড়জোড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় বয়লার ফেটে গুরুতর জখম ১৫ জন শ্রমিক। বেলা ১২টা নাগাদ বিস্ফোরণ হয়। ৫ জনকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ জনের আঘাত গুরুতর হওয়ায়, তাঁদের নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। 


বাঁকুড়ার বড়জোড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় বয়লার ফেটে ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, মালদার হবিবপুরে, বাজি ফাটানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশু।


বাঁকুড়ার বড়জোড়ায় স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। বয়লার ফেটে গুরুতর জখম হয়েছেন অন্তত ১৪ জন শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলা ১২টা নাগাদ এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাতে ঝলসে যান শ্রমিকরা।


আহতদের, প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায়, তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কারখানার শ্রমিক ও আইএনটিটিইউসি নেতা দিলীপ পালের কথায়, নিরাপত্তার দিকটা ঠিকঠাক ভাবে দেখলে এরকম হত না।


এ দিকে, মালদার হবিবপুরে, বাজি ফাটানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশু। ভর্তি রয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুর দুটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। 


আজ এন্টালিতে মুদিখানার গুদামে বিধ্বংসী আগুন লেগে যায়। ২১টি ইঞ্জিনের ঘণ্টা ছয়েকের চেষ্টায় আগুন নিভলেও, পুড়ে ছাই গুদামে মজুত যাবতীয় জিনিস। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। অন্যদিকে, বৈষ্ণবঘাটায় CESC-র ফিডার বক্সে আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাট। গরমে নাজেহাল হলেন বাসিন্দারা।


ট্যাংরায় বিধ্বংসী আগুন: ট্যাংরার ক্রিস্টোফার রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত একাধিক গ্যারাজ, আগুন ছড়াল পাশের গুদামঘরে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সমস্যায় দমকল। ৩ ঘণ্টারও বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে। জানা যায়নি আগুন লাগার কারণ।


উল্লেখ্য, দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের ৫ দিনের মাথায়, ঘটনাস্থলে গিয়েছিল ফরেন্সিক দল। আজ ৩ সদস্যের দলটি ঘোড়াপাড়া গ্রামে যায়। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি, নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বিস্ফোরণের এতদিন পর কেন ফরেন্সিক দল, প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।