গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: তারাপীঠ যাওয়ার পথে সিউড়িতে জাতীয় সড়কের ধারে চাষের জমিতে উল্টে পড়ল যাত্রীবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু গাড়ির দুই যাত্রীর। সিউড়িতে মিনিস্টিলের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ওই চার চাকার ছোট গাড়ি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়াও আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিনজনকে। আহতদের চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটে আজ ভোর পাঁচটা নাগাদ ।
জানা গেছে, হলদিয়া থেকে একটি পরিবার গাড়ি ভাড়া করে তারাপীঠের উদ্দেশ্যে আসছিল । আজ ভোর পাঁচটা নাগাদ সিউড়ির মিনিস্টারের কাছে গাড়িটিকে জাতীয় সড়ক থেকে নিচে চাষের জমিতে উল্টে পড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি স্থানীয়রা সেখানে গিয়ে তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সে করে সিউড়ি সদর হাসপাতালে পাঠান। ঘটনায় ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে সিউড়ি থানার পুলিশ এসে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তার ওপরে তোলে। এরপর দুটি মৃতদেহ বের করে সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
উল্লেখ্য, গতকাল ভোরে পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনা ঘটে। ভোর রাতে পানাগড়ে ২ নম্বর জাতীয় সড়কে তেলের গাড়ি উল্টে গিয়ে রাস্তার ওপর তেল পড়ে যায় । আর সেই সময় তেলের ওপর দিয়ে যাওয়ার সময় দুটি দুর্ঘটনা ঘটে ও গাড়িতে থাকা এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয় । কাঁকসা থানার পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনা স্থলে কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক পুলিশ পৌঁছে যায় । বন্ধ করে দেওয়া হয় কোলকাতা ও আসানসোলগামী রাস্তা। পাশের সার্ভিস রোড দিয়ে যাতায়াত করানো হচ্ছে গাড়ি । পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার দিকে যাওয়ার পথে তেল ভর্তি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, যার ফলে রাস্তার ওপর তেল পড়ে যায় । সেই সময় একটি গাড়ি কলকাতার দিকে যাওয়ায় সময় দুর্ঘটনা ঘটে। ওই গাড়িটিও উল্টে যায় রাস্তায় পড়ে থাকা তেলে পিছলে গিয়ে। আর যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেই কারণেই যানচলাচলে নিয়ন্ত্রণ করা হয়।