সিউড়ি : দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, একথা সকলের জানা। কিন্তু, কবে হবে ভোট তা এখনও পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন বীরভূমের বিজেপি নেতা। ১০ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা রয়েছে বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি। '১৫ মে পর্যন্ত ৮ দফায় হবে লোকসভা ভোট। প্রত্যেক দফায় ভোট হবে বাংলায়।' এমনই দাবি করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ সুজিত দাস।


যদিও এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এত বড় দেশ। ১৪০ কোটি মানুষ বসবাস করেন। সেখানে পৃথিবীর বৃহত্তম দল, মোদি জোয়ারে কত মানুষ দলের মধ্যে চলে এসেছেন। কে কোথায় কী বলে দেবেন সেটা কী পার্টি এনডোর্স করবে ?"


লোকসভা ভোটের আগে বিজেপি ও বিজেপি-বিরোধী দল...প্রত্যেকটি দলই নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে। বিরোধী শিবির I.N.D.I.A ব্লক গঠন করে লড়ার চেষ্টা চালাচ্ছে। যদিও একাধিক বিষয়ে তাদের মধ্যে মতভেদ সামনে আসছে। বিরোধী জোট ইন্ডিয়া-র চেয়ারপার্সন হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর।


রাজনৈতিক বিশ্লেষকদের মত, যেহেতু রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে বৈঠক ডাকেন মল্লিকার্জুন খাড়গে। তাই কংগ্রেস সভাপতির সঙ্গে বিরোধী জোটের সখ্যতা বেশি। সেই কারণেই খাড়গে-কে ইন্ডিয়া-র চেয়ারপার্সন করা হয়েছে। অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রস্তাব ফেরানোয়, বিরোধী জোটের আহ্বায়ক কে হবেন, তা নিয়ে জটিলতা রয়েই গেল।


সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের সঙ্গে আলোচনা করেই আহ্বায়কের নাম ঘোষণা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মমতা, অখিলেশ ও নীতীশের সঙ্গে কথা বলার ভার দেওয়া হয়েছে কংগ্রেসকে। পাটনা, বেঙ্গালুরু, মুম্বই ও দিল্লিতে বৈঠকের পর গতকাল ভার্চুয়াল বৈঠকে বসে বিরোধী জোট ইন্ডিয়া। যোগ দেন ১৪টি বিরোধী দলের নেতারা। বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেননি উদ্ধব ঠাকরেও। ইন্ডিয়া-র বৈঠকে এদিন যোগ দেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, এম কে স্ট্যালিনরা। 


এদিকে আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি এই আবগকে কাজে লাগিয়ে ২০২৪-এর লোকসভা ভোটের ফসল ঘরে তুলতে চাইছে। সেই লক্ষ্যে এনিয়ে দলের তরফে জোরদার প্রচারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এখন তা কতটা কার্যকর হয় তা সময় বলবে। কিন্তু, বিজেপি নেতার ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে চর্চা শুরু।