বীরভূম: দলের কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামেই ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের দিহিপাড়া গ্রামে উত্তেজনা। দিদির দূত কর্মসূচিতে গ্রামে দেবাংশু ভট্টাচার্য আসার পর উত্তেজনা। তুমুল বিক্ষোভ গ্রামবাসী এবং তৃণমূল কর্মীদের একাংশর। দেবাংশু-র সঙ্গে থাকা তৃণমূলের কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি।
গ্রামেই ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে কর্মসূচির টক্কর। 'দিদির সুরক্ষা কবচ' নিয়ে ময়দানে তৃণমূল (Trinamool)। পঞ্চায়েত নির্বাচন মানে গ্রামবাংলার ভোট। সেই পরীক্ষায় পাস করতে, এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। বাংলার গর্ব মমতা বাংলা নিজের মেয়েকেই চায়-এর পরে শুরু হতে চলেছে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি। ১১ জানুয়ারি থেকেই এই কর্মসূচি নিয়ে পথে নেমেছে তৃণমূল। আর এই কর্মসূচিতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন দেবাংশু ভট্টাচার্য। এদিন বীরভূমের গ্রামে যান 'দিদির দূত।'কিন্তু গ্রামে ঢোকার আগেই ধুন্ধুমার কাণ্ড ঘটে। দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী এবং তৃণমূল কর্মীদের একাংশর। দেবাংশুর সঙ্গে থাকা তৃণমূলকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। শেষ পর্যন্ত গ্রামে ঢুকতেই পারলেন না তৃণমূল নেতা।
দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। এদিন রামপুরহাটের মেলেরডাঙায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর রামপুরহাটের বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। ওই একই কর্মসূচিতে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে অর্জুন সিংহ। পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ ব্লকে বিক্ষোভের মুখে ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা। গ্রামে পৌঁছালে অর্জুনের সামনেই আবাস-দুর্নীতি নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের।
পঞ্চায়েত ভোটের আগে ফের জলসঙ্কট ইস্যু বাঁকুড়ায়। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। দূত। গ্রামবাসীদের কাছে পানীয় জল সঙ্কটের অভিযোগ শুনতে হল আবাস যোজনা নিয়েও শুনতে হল গুচ্ছ গুচ্ছ অভিযোগ।