ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমের (Birbhum) দুবরাজপুরে তৃণমূলের IT সেল ও TMCP-র জেলা কমিটির সদস্যা সোহিনী সূত্রধরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, তৃণমূল নেতা স্বামীকে গ্রেফতার করল পুলিশ। মৃতার পরিবারের দাবি, ওই তৃণমূল (TMC) নেতার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয় সোহিনীর। সম্প্রতি দু’জনের মনোমালিন্য চলছিল। তার জেরেই এই ঘটনা বলে মৃতার পরিবারের দাবি।


আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ


রেজিস্ট্রি করে বিয়ের পর স্ত্রীর ওপর অত্যাচার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। বীরভূমের দুবরাজপুরে TMCP নেত্রী সোহিনী সূত্রধরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার স্বামী ও তৃণমূল নেতা অভিনিবেশ রায়।


মৃতার পরিবারের দাবি, হেতমপুরের তৃণমূলের প্রাক্তন কার্যকরী অঞ্চল সভাপতি অভিনিবেশ রায়ের সঙ্গে বেশ কিছুদিন আগে রেজিস্ট্রি বিয়ে হয় সোহিনীর। সম্প্রতি স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছিল। তার জেরেই সোহিনীর আত্মহত্যা বলে দাবি। মৃত সোহিনীর বাবা গজানন সূত্রধর বলেছেন, বেশ কিছু দিন আগে সোহিনীকে রেজিস্ট্রি করে অভিনিবেশ। তার পর থেকে শুরু হয় সোহিনীর উপর অত্যাচার। কঠোর শাস্তি চাই।                                                                                                                                                              


FIR, গ্রেফতার


আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিনিবেশের বিরুদ্ধে থানায় FIR করে পরিবার। তার ভিত্তিতেই সোমবার গভীর রাতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলবার আদালতে তোলার সময় নিজেকে নির্দোষ দাবি করেন ধৃত।                                                                                                                         


ঘটনায় শাসক দলকে বিঁধেছে বিজেপি। দুবরাজপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ২৩ বছরের সোহিনী সূত্রধর। তিনি ছিলেন, দুবরাজপুর শহর তৃণমূলের আইটি সেলের সদস্য এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্য। পরিবারের দাবি, রবিবার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সোহিনীর দেহ।  


আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিতে ভাঙন! অভিষেকের দফতরে সাক্ষাৎ দুই বিধায়কের