ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীতশিল্পীর থেকে সাড়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সিবিআই পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে ব্যাঙ্কে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে ফোন আসে। সঙ্গীতশিল্পী ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা হাতানোর অভিযোগ। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকের। 


 চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে। ঘটনায় আতঙ্কিত সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক। তিনি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। সেখান থেকে তিনি রবীন্দ্র সংগীতে স্নাতকোত্তর করেছেন। তাঁর বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন। গত দশ দিন আগে বাংলাদেশ থেকে শান্তিনিকেতন ফিরেছেন।আর তিন দিন আগে ঘটনাটা ঘটেছে। 


সেদিন তিনি একা ছিলেন।তাঁর দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন। দুষ্কৃতীরা তাঁকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিওকলের মাধ্যমে প্রায় গোটা দিন ‘হোম অ্যারেস্ট' করে রেখেছিল। এরপর তাঁকে ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতীরা। তাৎপর্যপূর্ণভাবে তাঁর ভাড়া বাড়ির ১০০ মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপিও অফিস। ফলে, নতুন ধরণের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা।


অভিযোগ  বুধবার  বিকাল ৪টে থেকে তার নম্বরে একটি অপরিচিত ফোন নম্বর থেকে ফোন করে তাঁকে হুমকির সুরে বলা হয়, “সিবিআই থেকে বলছি। আপনার বিরুদ্ধে ব্যাঙ্কের আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। ভিডিও কলের মাধ্যমে আপনাকে হোম অ্যারেস্ট করা হল। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আপনার উপর নজরদারি চালাচ্ছে। চালাকি করলেই বিপদ। আপনাকে ও আপনার বাবার উপর নজরদারি করা হচ্ছে।' নির্দেশ  দুষ্কৃতীদের কথামতো তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা তাদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে তিনি পাঠিয়ে দেন। টাকা পেতেই দুষ্কৃতীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।


সুনিধি সঙ্গীত ভবনে রবীন্দ্র সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছিলেন। সঙ্গীতের জগতে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। দেশ-বিদেশে তাঁর খ্যাতিও রয়েছে। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শিকড়ের টানে মাঝে মাঝেই থাকতেন শান্তিনিকেতনে। এর জন্য তিনি পূর্বপল্লিতে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। বাড়ির বাইরে দুষ্কৃতীরা অপেক্ষা করছে, এই আশঙ্কায় সুনিধি বেরোনোর সাহস পাননি। কোনওক্রমে স্থানীয় বন্ধুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন তিনি। গভীর রাতে শান্তিনিকেতন থানায় গিয়ে অভিযোগ জানান।


আরও পড়ুন, বাবাকে বেঁধে রেখে কুপিয়ে 'খুন' মাকে ! শিউরে ওঠা ঘটনা বসিরহাটে


তাৎপর্যপূর্ণভাবে সাইবার অপরাধ বেড়ে চলার কারণে বুধবারই শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানাল ব্রিজে সাইবার থানার সূচনা করে বীরভূম জেলা পুলিস প্রশাসন। আর তার আগের দিন বিকেল থেকে রাত পর্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি সুনিধির সঙ্গে ঘটে। সুনিধি বলেন ‘দুষ্কৃতীরা যেভাবে কথা বলেছিল তাতে কোনওভাবেই মনে হয়নি, ওরা অপরাধমূলক কাজের জন্য যুক্ত। ওদের দাবি ছিল, আমার ক্রেডিট কার্ড থেকে আর্থিক তছরূপ হয়েছে। দেশের কয়েকশো কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীর সঙ্গে এর যোগ রয়েছে। সেজন্য বাবা ও আমার ওপর নজরদারি রেখেছে পুলিস। চালাকি করা হলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এটা বলার পর থেকেই আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। তারপরেই হুমকি দিয়ে ওরাহ ইদআমার অ্যাকাউন্ট থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে।' সুনিধির অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে শান্তিনিকেতনও থানা।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।