এরশাদ আলম, বীরভূম: সিউড়িতে (Suri) চাঞ্চল্যকর ঘটনা। জেলা তথ্য সংস্কৃতি দফতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল মৃতদেহ (Hanging body)।


সিউড়ির জেলা তথ্য সংস্কৃতি দফতর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। জানা গেছে মৃতের নাম গৌতম দাস। মৃতের বয়স ৪৮-এর কাছাকাছি। তিনি ওই দফতরে বেসরকারি নিরাপত্তারক্ষী হিসাবে নিযুক্ত ছিলেন।


রবিবার অর্থাৎ আজ সকালে অফিস খুলতেই ভিতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এরপর দমকল বাহিনী এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি হাসপাতালে নিয়ে যায়। কীভাবে কী ঘটেছে? এটা আত্মহত্যার ঘটনা না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে সেই ব্যাপারে কোনও তথ্য এখনও মেলেনি। সবকিছু নিয়েই তদন্ত হচ্ছে।


আরও পড়ুন: West Burdwan: জামুড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে ডাকাতি, খোয়া গেল লক্ষাধিক টাকা ও সোনার গয়না


অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়ল। ওই এলাকার পাখিরালয় হাই স্কুলের সামনে শনিবার গভীর রাতে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। তাদের ওই অবস্থায় দেখেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় তাঁরা পাশে একটি ভাঙাচোরা বাইক পড়ে থাকতেও দেখেন। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে গোসাবা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশ এসে পৌঁছয়। তাঁরা এরপর ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে গোসাবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।


মৃত দুই ব্যক্তির নাম সাদ্দাম শেখ ও ভরত দাস। পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে গোসাবা থানার পুলিশ। এই ঘটনা আদৌ এটি নিছক পথ দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, বা অন্য কারও হাত রয়েছে কি না তা খতিয়ে দেখছে গোসাবা থানায় পুলিশ। আজ দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে।