গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বীরভূমের নানুরের বালিগুনি গ্রামে দলীয়কর্মী বাদল শেখ খুন হওয়ায় তার বাড়িতে এলেন বামফ্রণ্টের রাজ্য প্রতিনিধির দল। দেখা করলেন মৃত বাদল সেখের স্ত্রী জারিনা শেখের সঙ্গে। পরিবারের হাতে তুলে দিলেন সামান্য অর্থসাহায্য। রাজ্য বামফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন, রবিন দেব, সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, শ্যামলী প্রধান সহ অন্যান্যরা।
প্রাক্তন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, যেভাবে বাদল শেখকে পিটিয়ে খুন করা হয়েছে, তাতে মানুষ সব বুঝতে পারছে। অনুব্রত মণ্ডলের গড় বলে কোনও কিছু নেই। যতক্ষণ পুলিশ ততক্ষণ তৃণমূল থাকবে। একমাস পুলিশ সরে যাক, তৃণমূল গড়েতে লুকোবে। মস্তানরা কোনওদিন শেষ কথা বলতে পারে না। তাঁর দাবি, এখানকার মানুষ ব্যাপকভাবে ক্ষুব্ধ তৃণমূলের ওপর।
সুজন চক্রবর্তী বলেছেন, রাজ্য বামফ্রন্ট নিহত কর্মীর পরিবারের পাশে রয়েছে এবং খুনের ঘটনাক প্রতিবাদ জানাবে। তিনি বলেছেন, এই খুনের সঙ্গে জড়িতরাই নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে। তাঁর অভিযোগ, শুধু ওই পরিবারকেই নয় এলাকাকেই সন্ত্রস্ত করে রাখতে চাইছে তৃণমূলের লোকজন।
শিল্প সম্মেলন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় ও রাজ্য সরকারের বাকযুদ্ধের পরিপ্রেক্ষিতে সুজন চক্রবর্তী বলেছেন, এর আগও শিল্প সম্মেলন করেছে এই রাজ্য সরকার এবং বিধানসভায় বারবার বিবৃতি দিয়ে বহু লক্ষ কোটি টাকার লগ্নির কথা বলা হয়েছে। ১ কোটি ৩৮ লক্ষ মানুষের কর্মসংস্থানের কথাও বলা হয়েছে । সরকার বিভিন্ন সময় অসত্য বলতে বলতে এই ধরনের কথাগুলো বলেছে। তার কোনও তথ্য নেই।
দেউচা পাচামি প্রকল্প নিয়েও তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ডেউচা পাচামি প্রকল্প পুরনো প্রকল্প। এই সরকার দশ বছর ধরে এই প্রকল্পের কথা শোনাচ্ছে কিন্তু তার কোনও কাগজপত্র এখনও কেন হল না। আজ থেকে আড়াই বছর আগে প্রধানমন্ত্রীকে দিয়ে দেউচা পাচামি প্রকল্পের উদ্বোধন করার কথা বলা হলেও তা আজও কেন হল না। ওখানকার মানুষদের সঙ্গে আলোচনা না করেই সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।