ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশ উপলক্ষ্যে রামপুরহাটে আজ শুভেন্দু অধিকারীর মিছিল (Suvendu Adhikary)। রামপুরহাটেই বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার ছবিতে 'চোর' লেখা পোস্টার! 


সকালে বিজেপি কর্মীরা এসে পোস্টারগুলি ছিঁড়ে দেন। এর আগে দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার সভামঞ্চ ভাঙার অভিযোগ ওঠে ধ্রুব সাহার অনুগামীদের বিরুদ্ধে। বীরভূম জেলা নেতৃত্বের পদত্যাগ চেয়ে কলকাতায় বিজেপির রাজ্য দফতরের বিক্ষোভ দেখান 'বিজেপি বাঁচাও' মঞ্চের সদস্যরা। বিজেপি জেলা সভাপতির ছবিতে 'চোর' লেখা পোস্টার নিয়ে তৃণমূলকে দায়ি করেছে গেরুয়া শিবির।কোন্দল ঢাকতে মিথ্যা দোষারোপ, প্রতিক্রিয়া শাসকদলের।


রামপুরহাটশুভেন্দু অধিকারীর পথসভার এর আগে কে বা কারা বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার ছবির পোস্টারের উপর চোর লিখে দেয়। এই চোর লেখা  পোষ্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই খবর পেয়ে বিজেপির কর্মীরা এসে পোষ্টার গুলি ছিড়ে দেয়। প্রসঙ্গত,  গত কয়েক মাস ধরে বীরভূমে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে। অনুপম হাজরার সভামঞ্চ ভাঙা থেকে বীরভূমের বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভ। এদিকে এই ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে।


গতবছর বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'শুভেন্দু অধিকারি পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় চোর। এটা প্রমাণিত। তাই পিঠ বাঁচাতে বিজেপতে যোগ দিয়েছে। সেখানে এসে বার্তা দেবে,' চোর ধরো জেল ভরো ' আন্দোলনের ডাক ? নিজেকে বাঁচাতে এই সব কাজ করতে হচ্ছে, জলপাইগুড়ির মানুষ এইসব নেবে না, সেটা আগের নির্বাচন গুলোয় প্রমাণিত হয়েছে। আর তৃণমূলের এত দুর্দিন আসেনি যে বিজেপির ফ্লেক্স ফেস্টুন খুলে দেবে। এত খারাপ সময় তৃণমূলের আসেনি, তৃণমূলও এই নিয়ে রাস্তায় নামবে।'


আরও পড়ুন, ট্রেনের ধাক্কায় মৃত্যু শাবক-সহ ৩ টি হাতির


প্রসঙ্গত, গত কয়েকবছরে একের পর এক মামলায় জেরবার শাসকদল। নিয়োগ দুর্নীতি মামলার নাম ওঠার সঙ্গে সঙ্গেই যাদের নামটা পর পর উঠে আসে, তারা হলেন পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী, ববিতা সরকার এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তচলাকালীনই গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একাধিকবার তলব করা হয় পরেশ অধিকারিকে। সদ্য রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই যার জেরে চোর ধরো, জেলে ভরো স্লোগান দিয়ে জেলায় জেলায় মিছিল শুরু করেছে বঙ্গ বিজেপির শীর্ষ নের্তৃত্ব। আর তারই মাঝে আচমকা ছন্দপতন। এবার বিজেপির নেতার ছবির উপরে লেখা হল চোর !।