বীরভূম: এলাকা দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। চার জনকে বর্ধমান মেডিক্য়াল কলেজ ও বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য়ে ২ জনের আঘাত গুরুতর। একে অপরের বিরুদ্ধে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তুলেছে দু'পক্ষই। 


স্থানীয় সূত্রে খবর, লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই কুন্নাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান আঙুর শেখ ও তৃণমূল নেতা বসির শেখের মধ্য়ে গন্ডগোল চলছে। শুক্রবার তা চরমে ওঠে। বসির শেখের অভিযোগ, প্রধানের অনুগামীরা তাদের মারধর করেছে। যদিও পারিবারিক বিবাদের ফলে সংঘর্ষ বলে পাল্টা দাবি আঙুর শেখের। 


আরও পড়ুন, 'দিল্লিতে তীব্র জল সংকট, পাশে নেই হরিয়ানা সরকার..', আজ অতিশীর অনশনের দ্বিতীয় দিন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

বিস্তারিত আসছে..