ভাস্কর মুখোপাধ্যায়, মল্লারপুর: বীরভূমের মল্লারপুরে বোমা বিস্ফোরণে ৪ শিশুর জখম হওয়ার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। এলাকায় আরও বোমা মজুত রয়েছে কি না, দেখতে তল্লাশি চালায় পুলিশ। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গতকাল দুই ভাই-সহ ৪ শিশু গুরুতর জখম হয়। তাদের মধ্যে ১ জনের অবস্থা অতি সঙ্কটজনক। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।


আতঙ্কিত গ্রামবাসীরা: বোমায় রক্তাক্ত শৈশব। হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৭ বছরের শিশু। বাকি ৩ জনের অবস্থাও গুরুতর। বীরভূমের মল্লারপুরে বোমা বিস্ফোরণে ৪ শিশুর জখম হওয়ার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। এলাকায় আরও বোমা মজুত রয়েছে কি না, দেখতে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় তল্লাশি চালায় পুলিশ। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড। কিন্তু, আতঙ্ক কাটছে না এলাকাবাসীর।


কী দাবি গ্রামবাসীদের? 


বাসিন্দাদের সাফ দাবি, “যাঁরা এই কাণ্ড করেছে, তাঁদের শাস্তি চাই। আজ ওই বাড়িতে হয়েছে, কাল আমাদের বাড়িতে হবে। ’’ বুধবার বিকেলে বাড়ির পাশে এই কারখানার পিছনে ফাঁকা জমিতে খেলা করছিল কয়েকটি শিশু। তখনই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে ভয়ানক জখম হয় ৪টি শিশু। প্রত্যেকের বয়স ৫ থেকে ৮ বছর। আহতদের মধ্যে ৩ জন ভর্তি রামপুরহাট হাসপাতালে। ১ জনের অবস্থা অতি সঙ্কটজনক হওয়ায়, তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। কোথা থেকে এল বোমা? কে বা কারা রেখে গেছিল? ২ জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে মল্লারপুর থানার পুলিশ।


এদিকে, চলতি মাসে বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় নিউটন শেখের। চিকিৎসার জন্য মাড়গ্রাম থেকে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছিল লাল্টু শেখকে। সেখানেই মারা যায় লাল্টু। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসা চলাকালীন অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল লাল্টু শেখের। চিকিৎসার সময়েই তিনবার হার্ট অ্যাটাক হয় লাল্টুর। এদিনই ময়নাতদন্ত হতে পারে বলে সূত্রের খবর। প্রাথমিক সূত্রের খবর. তৃণমূলের প্রধানের ভাই লাল্টু শেখের শরীরে একাধিক আঘাত ছিল। পরিবারের অভিযোগ ছিল, বোমার আঘাতে আহত হওয়ার পরে কয়েকজন মিলে তাঁকে তুলে নিয়ে গিয়ে ওই অবস্থায় বেধড়ক মারধর করা হয়। চিকিৎসা চলাকালীন শেষপর্যন্ত মারা যান লাল্টু শেখ।      


আরও পড়ুন: KMC Agitation: ডিএ সহ অন্যান্য দাবিতে কলকাতা পুরসভার ভিতরে অবস্থান-বিক্ষোভ