ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ফের অর্মত্য সেনকে (Amartya Sen) চিঠি দিল বিশ্বভারতী কতৃপক্ষ (Visva Bharati)। বিতর্কিত জমি আবার সার্ভে করতে চেয়ে অর্মত্য সেনকে এই চিঠি দেওয়া হয়েছ। তাকে দিনক্ষণ জানাতে বলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।  বিশ্বভারতীর তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ যা ঘটছে বিশ্বভারতীকে কেন্দ্র করে তা নতূন নয়।  বিশ্বভারতীর স্রষ্টাকে ভুগতে হয়েছিল। হয়তোবা প্রকৃতিটা পাল্টেছে । কিন্তু মূল ধারাটা অনেকটাই তেমনই রয়ে গিয়েছে। বিশ্বভারতীকে যদি কেউ আখ্যা দেন, যে এটা অনেকাংশে ভ্রষ্টাচারের আঁতুরঘর, তাহলে খুব একটা ভুল বলা হবে না।'

  


জমি-বিতর্কে অনড় বিশ্বভারতী, ফের অমর্ত্য সেনকে চিঠি


জমি-বিতর্কে অনড় বিশ্বভারতী, ফের অমর্ত্য সেনকে চিঠি। বিতর্কিত জমি জরিপ করতে চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদকে চিঠি। কবে বিতর্কিত জমির জরিপ? দিন-সময় জানতে চেয়ে বিশ্বভারতীর চিঠি। 'কেন্দ্রীয় সরকার এবং ক্যাগের নির্দেশ অনুযায়ী জমি উদ্ধারে বদ্ধপরিকর বিশ্বভারতী। মুখ্যমন্ত্রী এলেন, বিশ্বভারতীকে ভুল প্রমাণ করার নিষ্ফল চেষ্টা করলেন' কীভাবে কাগজ তৈরি হয়, নাই বা বলা হল, কটাক্ষের সুরে বিবৃতি বিশ্বভারতীর। 'একজনকে বাঁচাতে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানকে ছোট করার প্রবণতা, সমালোচনার ঊর্ধ্বে নয়', জমি-বিতর্কে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে ফের বিবৃতি বিশ্বভারতীর।


আরও পড়ুন, 'পিসি ভাইপো সবার নাম উঠবে', বালিগঞ্জে টাকা উদ্ধারকাণ্ডে বিস্ফোরক দিলীপ


'কারও কারও মস্তিষ্কে হৃদয় নেই'


ফেব্রুয়ারির শুরুতেই আরও চড়ে  রাজ্য় সরকার এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের সংঘাতের পারদ। বোলপুরে দাঁড়িয়ে ফের বিশ্বভারতী নিয়ে মুখ খোলেন মুখ্য়মন্ত্রী। আর এরপরেই বেনজিরভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। যেখানে কটাক্ষের সুরে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্য়মন্ত্রী কান দিয়ে দেখেন। কারণ তাঁকে তাঁর স্তাবকরা যা শোনান, তিনি তাই বিশ্বাস করেন, এবং টিপ্পনি করেন।’নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য় সেনের জমি-বিতর্কের মধ্য়েই তাঁর শান্তিনিকেতনের বাসভবনে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রথমে সেখান থেকে তারপর বিশ্বভারতীর শিক্ষক, পড়ুয়াদের একাংশের সঙ্গে বৈঠক করে নাম না বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে নিশানা করেছিলেন মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেউ ক্ষমতার বুলডোজার চালালে আমি ছাত্রদের সঙ্গে আছি। পুঁথি পড়ে সব জানা যায় না। ঘটনা শুনলাম, কাম্য় নয়। কারও কারও মস্তিষ্কে হৃদয় নেই। জুলুম করছে। সবার সঙ্গে যোগাযোগ থাকবে। ভবিষ্য়তে পথ দেখাবে। ক্ষমতার জোরে বুলডোজার চালালে আমি সঙ্গে আছি।'