বীরভূম: রাজ্য-রাজনীতিতে এর আগেও AI ভিডিও দেখতে পাওয়া গিয়েছে। বিশেষ করে ভোটের আগে AI ভিডিওতে অনেক হেভিওয়েট ব্যাক্তিত্বের দেখা মিলেছে। তবে এবার একেবারেই অন্য আঙ্গিকে ধরা দিল বীরভূম। কলকাতায় ডেকে আলাদা বৈঠক করে হুঁশিয়ারিই সার! বীরভূমে এবার 'বাঘ'-'সিংহের' লড়াই। AI ভিডিওতে অনুব্রতকে জড়িয়ে ধরছে বাঘ ! আজ্ঞে হ্যাঁ , এমনটাই দেখা গিয়েছে ওই ভিডিওতে। এদিকে, পাল্টা AI ভিডিওতে কাজলের সঙ্গী সিংহ! কলকাতায় 'শান্তি' বৈঠকের পরেই জোড়া ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন, OBC মামলায় রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ, 'কেন ২০১২ সালের আইনে সংশোধনী আনলেন না?..'

কলকাতায় ডেকে আলাদা বৈঠক করে হুঁশিয়ারিই সার ?

একদিকে যখন বিজেপির 'পশ্চিমবঙ্গ দিবস' পালন ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। তারইমধ্য়ে গোটা রাজ্যের নজর এখন বীরভূমের রাজনীতির দিকেও। বোলপুরের IC-কে ফোনে এভাবে হুমকি-গালিগালাজ করে দলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। কেন তাঁকে শুধুমাত্র ক্ষমা চাইতে বলেই ক্ষান্ত দল? যদিও এরপর কলকাতায় ডেকে আলাদা বৈঠক কর হয়েছিল। বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম।  

অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়ালেন ফিরহাদ হাকিম

বীরভূম তৃণমূল নেতা কাজল শেখ বলেছিলেন, 'এ বিষয়ে তাঁকেই জিজ্ঞাসা করা উচিত। আমার অডিও নিশ্চয় ভাইরাল হয়নি। যাঁর প্রশ্নের জবাব তিনিই দেবেন এবং তিনি দিয়েছেন।' এদিকে, একই পুলিশ অফিসারকে হুঁশিয়ারি দেওয়ায়, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, সেখানে অনুব্রত মণ্ডলকে কেন দল থেকে সাসপেন্ড করবে না তৃণমূল?  তৃণমূলে হেভিওয়েট নেতা বলেই কি তাঁকে গ্রেফতার করছে না পুলিশ? এই সমস্ত প্রশ্ন তুলে যখন বিরোধীরা লাগাতার আক্রমণ করে যাচ্ছে, তখন অন্যদিকে অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়ালেন ফিরহাদ হাকিম।  

পাল্টা প্রশ্ন বিজেপিকে

একসময় তাঁকে বীরভূমের বাঘ বলেছিলেন। পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার পরও, কার্যত সেই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে পাল্টা তোপ দেগেছিলেন ফিরহাদ হাকিম। উল্টে কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে কুমন্তব্য করার পরও মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে বিজেপি কোনও ব্যবস্থা নেয়নি কেন? সেই প্রশ্ন তুলেছিলেন পুরমন্ত্রী। এইভাবে অনুব্রতর পাশে দাঁড়ানোয় ফিরহাদ হাকিমের সমালোচনায় সরব হয় সিপিএমও।

 (খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)