বোলপুর, বীরভূমঃ সিবিআইয়ের (CBI) রাডারে এবার অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুরের চালকল ব্যবসায়ী। মূলত গত কয়েকদিনে অনুব্রত গড়ে রাইসমিলে সিবিআই হানায় বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। এসেছে অনুব্রত ঘনিষ্ঠদের একাধিক চাঞ্চল্যকর তথ্য। এবার সিবিআইয়ের স্ক্যানারে এবার অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুরের চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য (Rajib Bhattacharya)।


সিবিআই সূত্রে দাবি, তাদের স্ক্যানারে রাজীবের ৬৬ লক্ষ টাকার একটি লেনদেন। অনুব্রত মণ্ডলের স্ত্রী যে সময় নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, ঠিক সেইসময় ওই হাসপাতালে ৬৬ লক্ষ টাকা দেন রাজীব। কী কারণে হাসপাতালে ওই টাকা দিয়েছিলেন বোলপুরের চালকল মালিক? সেটা কী অনুব্রতর স্ত্রীর চিকিৎসার জন্য? সেই সম্পর্কে জানতে চান সিবিআই আধিকারিকরা, খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, রাজীবের কাছ থেকেই মিলেছে টাকা লেনদেন সংক্রান্ত নথি। অনুব্রত-মামলায় বোলপুরের চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তদন্তে জানা গেছে, অনুব্রতর হয়ে চালকলগুলি চালাতেন রাজীব। যদিও এ কথা অস্বীকার করেছেন বোলপুরের ওই চালকল ব্যবসায়ী।


আরও পড়ুন, 'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু


প্রসঙ্গত, গত সপ্তাহে বৃষ্টি মাথায় করেই বোলপুরে অনুব্রত-র রাইসমিলে হানা দেয় সিবিআই আধিকারিকরা। তারপরেই বেরিয়ে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। ওই রাইসমিলে অনুব্রত-র একাধিক বিলাসবহুল গাড়ির হদিশ মেলে। সামনে আসে বিদ্যুৎবরণ গাইনের পরিচয়।জানা যায়, ২০১১ সালের আগে এই রাইস মিলের মালিক ছিলেন হারাধন মণ্ডল। তাঁর ছেলের অংশিদারিত্ব ছিল। আচমকাই ২০১১ সালের পর গোটা রাইস মিল তিনি বিক্রি করে দেন অনুব্রত মণ্ডলকে। ওই রাইস মিলের দুজনের মালিকানা রয়েছে। এক,  অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী এবং মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। একের পর সম্পত্তির হদিসের সঙ্গেই জানা গিয়েছে, খাতায় কলমে প্রতিটি সম্পত্তি মূলত তিনজনকে দেওয়া হয়েছে। এক  স্ত্রী ছবি মণ্ডল, কন্যা সুকন্যা এবং বিদ্যুৎবরণ গাইনকে। বিদ্যুৎবরণ গাইন মূলত অনুব্রতকে 'বাবা'সম্বোধন করে ডাকেন।যিনি ২০১১ সালের আগে এখন খালাসি ছিলেন, এখন বোলপুর পুরসভার কর্মী। পেল্লায় অট্টালিকা এখন তার ওই এলাকায়। কিন্তু কীভাবে, এই আয়ের উৎস কোথা থেকে এসেছে, আর এখানেই সন্দেহর বীজ। মূলত গত কয়েকদিনে অনুব্রত ঘনিষ্ঠদের সম্পত্তিতে নজর রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ইস্যু ধরেই এবার সিবিআইয়ের স্ক্যানারে এবার অনুব্রত-ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্য।