দুবরাজপুর, বীরভূম: গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরুদ্ধে এবার গাঁজা কেসে ফাঁসিয়ে জেল খাটানোর অভিযোগ উঠল। অভিযোগকারী দুবরাজপুরের ঘাটগোপালপুরের বাসিন্দা মোতাহার খান। গরুপাচার মামলায় এবার দোর্দণ্ডপ্রতাপ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি গ্রেফতার হওয়ায় তিনি খুশি, দাবি অভিযোগকারীর। এদিকে এহেন মুহূর্তে প্রতিক্রিয়া দিলেন জয়প্রকাশ মজুমদার। 


মূলত অভিযোগকারী মোতাহার খানের দাবি, তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থাকলেও, দুর্নীতির প্রতিবাদ করে ২০১৭-য় তিনি বিজেপিতে যোগ দেন। অভিযোগ, এরপরই ২০১৮ সালে তাঁকে দু’-দুটি গাঁজা কেসে ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় নাম জড়ানো হয় অভিযোগকারীর স্ত্রী ও ছেলের। অনুব্রতর নির্দেশেই তাঁকে মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, কয়েকমাস আগে অনুব্রতর সঙ্গে দেখা করায় ফের হুমকির মুখে পড়তে হয়। এ নিয়ে তৃণমূল বা বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। এদিন এই ইস্যুতে জয়প্রকাশ মজুমদার বলেন,  অনুব্রত মণ্ডল কি পুলিশ ছিল ? নির্দোষ হলে আদালতে যাননি কেন ? প্রশ্ন তোলেন তিনি। অভিযোগকারী মোতাহার খানের দাবি, তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থাকলেও, দুর্নীতির প্রতিবাদ করে ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগ দেন। অভিযোগ, এরপরই ২০১৮ সালে তাঁকে ২ টি গাঁজা কেসে ফাঁসিয়ে গ্রেফতার করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় নাম জড়ানো হয় অভিযোগকারী মোতাহারের স্ত্রী এবং ছেলের। অনুব্রতর নির্দেশেই তাঁকে মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয় বলে অভিযোগ।


অভিযোগকারীর দাবি, কয়েকমাস আগে অনুব্রতর সঙ্গে দেখা করায় ফের হুমকির মুখে পড়তে হয়। একবার দলীয় সভা থেকে বিক্ষুব্ধদের গাঁজার কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। সে কথা সবারই জানা। তবে তিনি যে সত্যি - সত্যিই এভাবে মানুষকে ফাঁসিয়ে দিতেন, সেই দাবিই করলেন বীরভূমের এই বিজেপি কর্মী। বীরভূমের রাজনীতিতে বারবার চমক দেখিয়েছেন যে  সেই তিনিই এবার সিবিআই জালে। প্রসঙ্গত, গরুপাচার মামলায় এবং এসএসসি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত এবং মদন। এদিকে অনুব্রত, শাসকদলকে পাশে পেলেও, একাকী পার্থ। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারে কটাক্ষ উঠেছে। তার মাঝেই অর্পিতা-পার্থকে নিয়ে তৈরি হয়েছে একাধিক মিম। তাঁদের ফ্ল্যাট থেকে একাধিক বিস্ফোরক তথ্য বাইরে এসেছে।