এরশাদ আলম, বীরভূম: দেউচা পাঁচামি (Deucha Pachami) প্রস্তাবিত কয়লা খনি (Propesed Coal Mine Area) এলাকায় জমিদাতাদের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র। বীরভূমের (Birbhum) মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যে সকল জমিদাতারা তাদের জমি দিয়েছেন, তাঁদের পরিবারের এক এক জন সদস্যদের হাতে তুলে দেওয়া হল জুনিয়র কনস্টেবল (WB Junior Constable) পদে চাকরির নিয়োগ পত্র।


আরও পড়ুন, মৌসুনি দ্বীপে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে অঘটন, সমুদ্রে তলিয়ে গেল বিধান নগরের যুবক


প্রায় ৩০০ জনের হাতে চূড়ান্ত নিয়োগপত্র


শুক্রবার সিউড়ির ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরির এই নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল জমিদাতাদের চাকরির নিয়োগের বিষয়ে আগেই ঘোষণা করেছিলেন। সেইমতো তাদের শারীরিক প্রশিক্ষণ সহ অন্যান্য প্রশিক্ষণ শুরু হয়। সেই সকল প্রশিক্ষণ শেষে অবশেষে শুক্রবার প্রায় ৩০০ জনের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত নিয়োগপত্র তুলে দিল বীরভূম জেলা প্রশাসন।
হাতে নিয়োগপত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি চাকরি প্রাপকরা।


চাকরির আশায় জমি দান বীরভূমবাসীর


দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যারা জমি দিতে ইচ্ছুক, তাঁদের পরিবারের একজন সরকারি চাকরি পাবে, গত ফেব্রুয়ারিতেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় জমিদাতাদের পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। চাকরি মিলবে কনস্টেবল পদে। তার জন্য সরকার ৫১০০ পদ তৈরি করেছে। স্বাভাবিকভাবেই এই চাকরির প্রস্তাব আসতেই, জমিদাতাদের উৎসাহ বাড়ে। অনেক তরুণ-তরুণী চাকরির আশায় জমি দান করেছেন। প্রসঙ্গত, একদিকে যখন রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে টালমাটাল অবস্থা রাজ্যের শাসকদলের। একের পর এক নিয়োগ দুর্নীতি বাইরে বেরিয়ে এসেছে। নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় -সহ বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও। আর এমনই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় চাকরির এই নিয়োগ পত্র অন্য সমীকরণ তৈরি করল।