নান্টু পাল, বীরভূম: বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল সিবিআই। গতকাল রাতে নলহাটির পিরানপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।


বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও এক-


গত ১৪ মে নলহাটিতে খুন হন বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল। ভোট পরবর্তী হিংসার বলি হন তিনি। মনোজ জয়সওয়ালের খুনের ঘটনায় পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়।  ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচজনের মধ্যেই গ্রেফতার হয়েছে চার জন। যদিও তাদের মধ্যেই একজন জামিন পেয়েছে। গতকাল এই ঘটনায় চাঁদ মহম্মদ নামে এক ব্যক্তিকে নলহাটির পিরানপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। জানা গিয়েছে, ধৃত চাঁদ মহম্মদের নামে অভিযোগ ছিল না। সিবিআই সূত্রে খবর, ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চলতে পারে।


সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মে বিজেপি কর্মী মনোজ জয়সওয়ালের খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম ছিল না ধৃত চাঁদ মহম্মদের। কিন্তু তদন্ত করতে গিয়ে জানতে পারা গিয়েছে যে, নিহত বিজেপি কর্মীর খুনের ঘটনায় জড়িত রয়েছে সে। এরপরই চাঁদ মহম্মদের বাড়িতে হানা দেয় সিবিআই। এবং গতকাল রাতে নলহাটির পিরানপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।


আরও পড়ুন - Birbhum: বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেফতার ২ দুষ্কৃতী | Bangla News


অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল দুপুরে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত ওই দুই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তাদের নাম ফুলবাবু এবং মিলন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন, একটি নাইন এমএম, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ। এই বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, গত ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুই ব্যক্তির নাম উঠে আসে। পুলিশ সুপার বলেন, 'আমরা খবর পেয়েছিলাম তারা আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা করেছিল।' এরপর নানুর এবং কীর্ণাহার থানার পুলিশ এই দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে। তারা বাইকে করে আগ্নেয়াস্ত্র, গুলি নিয়ে যাচ্ছিল। নানুর থানার পালিতপুর থেকে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।