ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি: এসএফআই-ডিওয়াইএফআইয়ের বিক্ষোভে উত্তাল সিউড়ি। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, গোলমালে জখম ২ পুলিশকর্মী। ব্যারিকেড ভেঙে পাঁচিল টপকে দফতরে ঢোকার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। সিউড়ির চাঁদমারি ময়দান থেকে মিছিল করে জেলাশাসকের দফতরে আসেন বিক্ষোভকারীরা। 


SFI-DYFI-এর বিক্ষোভে উত্তাল সিউড়ি: একগুচ্ছ দাবি নিয়ে এদিন পথে নামে বাম ছাত্র-যুবরা। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতাদের অবিলম্বে শাস্তি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের ভূমি হারাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ, সিউড়ির হাটজন বাজারে ওভারব্রিজের কাজ শুরু, অবৈধ কয়লা পাথর বালি পাচার বন্ধ, রাজ্যে বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগের দাবিতে এদিন পথে নামে তারা। সিউড়ির চাঁদমারি ময়দান থেকে মিছিল শুরু হয়। সিউড়িতে জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখায় ছাত্র-যুবরা। পরে ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীরা। 


এদিকে ফের বিতর্কে বিশ্বভারতী। সম্মুখ সমরে অধ্যাপক সংগঠন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির সফরের আগেই তিন অধ্যাপককে শোকজের নোটিস ধরাল বিশ্বভারতী। অমর্ত্য সেনকে কু-কথা বলার প্রতিবাদ জানিয়ে বিশিষ্টদের চিঠিতে সই করায় শোকজ নোটিস পাঠানো হয় বিশ্বভারতীর রাজনীতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, ওড়িয়া ভাষার অধ্যাপক শরৎকুমার জেনা ও দর্শন বিভাগের অধ্যাপক কৌশিক ভট্টাচার্যকে।শোকজ নোটিস নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই তিন অধ্যাপকের প্রতিক্রিয়াও এখনও মেলেনি। পাল্টা গতকাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন।  চিঠিতে অভিযোগ, গত একমাসে দু’-দু’টি সমাবর্তনের আয়োজন করা হয়েছে। পরিকল্পনার অভাবে আজকের সমাবর্তনের জন্য বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত পরীক্ষা সূচিও। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে অধ্যাপক সংগঠনের অভিযোগ, বিশ্বভারতীর উপাচার্যর রোষানলের বলি হয়েছেন দলিত পড়ুয়া ও অধ্যাপিকা। একইভাবে এই উপাচার্যর আমলে শিক্ষার পরিকাঠামো উন্নত না করে, মামলার পিছনে অর্থ ব্যয় করা হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে। 


অন্যদিকে রাজ্যের কৃষকদের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে পথে নামছে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে। রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার। যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীরও। রাজ্যে কৃষক আত্মহত্যার প্রতিবাদ, ফসলের ন্যায্যমূল্য, রাজ্যজুড়ে সার্বিকভাবে ইউরিয়া সারের দাম নির্ধারণ, প্রধানমন্ত্রী কিষাণ নিধি তালিকা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে স্বচ্ছতা আনার দাবিতেই আজ রাজ্য বিজেপির কিষাণ মোর্চার এই কর্মসূচি।


আরও পড়ুন: Shatarup Ghosh: 'হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ, শতরূপের ২২ লক্ষের গাড়ি,' তৃণমূলের নিশানায় বাম নেতা