বীরভূম: শান্তিনিকেতন (Shantiniketan) মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু। নার্সিং পড়ুয়া স্নেহা দত্তের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। দ্বিতীয় বর্ষের ছাত্রী স্নেহা দত্তের বাড়ি হুগলির শ্যামপুরে। 


ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য: সূত্রের খবর, হস্টেলর চারতলায় সহপাঠীদের সঙ্গে থাকতেন স্নেহা। পরিবার সূত্রে খবর, শনিবার হস্টেলের ঘরে স্নেহা পড়ে গিয়েছে বলে জানতে পারেন তাঁরা। মুখ থেকে গ্যাঁজলা বের হতে থাকায় মেডিক্যাল কলেজের আইসিসিইউতে ভর্তি করা হয়। রহস্যমৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া। 


দুই নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু: পূর্ব যাদবপুর থেকে শান্তিনিকেতন। ভৌগোলিক দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার হলেও ৃসন্তান হারানোর হাহাকার এক করে দিল দুই জেলাকে। বাঁকুড়ার তালডাংরার বাসিন্দা মল্লিকা দাস (২২)। সহপাঠীদের সঙ্গে থাকতেন, পূর্ব যাদবপুরের গ্রিন পার্কের ভাড়াবাড়িতে। বিএসসি নার্সিং-এর চতুর্থ বর্ষে পড়তেন আর এন টেগোর হাসপাতালে।সূত্রের খবর, সোমবার সকালে বাড়ির ছাদে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। সম্পর্কের টানাপোড়েনের জেরে মল্লিকা আত্মঘাতী হয়েছেন বলে অনুমান সহপাঠী ও প্রতিবেশীদের।মৃত ছাত্রীর তালডাংরার বাড়িতে খবর দেওয়া হয়েছে।


চলতি মাসেই নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় নিজের বাগানবাড়িতে বৃদ্ধের রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় গাড়ির চালককে।  পুলিশ সূত্রে জানা যায়, বাইরে থেকে তালাবন্ধ ছিল বাগানবাড়ি। গতকাল রাতে সেখান থেকে তালা ভেঙে ৭২ বছরের কল্যাণ ভট্টাচার্যর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। খোঁজ মিলছিল না বৃদ্ধের গাড়ি এবং পোষ্যটির। ঘটনায় খুনের মামলা রুজু করে নাগেরবাজার থানার পুলিশ। স্থানীয়রা দাবি করেন, সন্ধেয় এক অজ্ঞাতপরিচয় যুবককে কল্যাণবাবুর বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। সামনের গেটে তালা ঝোলায়, নিজেকে গাড়ি চালক পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার বিকল্প রাস্তা জানতে চান ওই যুবক। বাড়ির পিছনের গেট দেখিয়ে দেন স্থানীয়রা। তারপর থেকে যুবককে আর দেখা যায়নি। রাতে বাড়ির সামনের গেট দিয়ে কল্যাণবাবুর গাড়িটিকে বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এর মধ্যে ফোনে যোগাযোগকরতে না পেরে, গতকাল বৃদ্ধের আত্মীয়রা নাগেরবাজারে এসে দেখেন বাড়ি বাইরে থেকে তালা বন্ধ এবং ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ গিয়ে তালা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে।                


আরও পড়ুন: WB Dengue: বাড়ছে উদ্বেগ, ডেঙ্গি মোকাবিলায় পাঁচ দফা নির্দেশ নবান্নের