বীরভূম: বীরভূমে (Birbhum) ফের ক্ষোভের মুখে শতাব্দী রায় (Shatabdi Roy ) । 'পুরনো বা নতুন যে নেতাই আসুন ভোট পাবেন না । শুধু নেতাদের পকেট ভারী হচ্ছে।' বীরভূমের খয়রাশোলে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে শুনলেন শতাব্দী রায়। বেহাল রাস্তার অভিযোগে বীরভূমের তৃণমূল সাংসদকে ঘিরে অসন্তোষ। 


একাধিকবার বিক্ষোভের মুখে: এর আগেও একাধিকবার জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী।  কিছুদিন আগে লালমাটির জেলায় ( Birbhum ) আবারও দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিদির দূতেরা ( Didir Doot ) । একদিকে এলাকার মানুষের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক ( TMC MLA ) । অন্যদিকে,  বিক্ষোভের মুখে শতাব্দী রায় ( Satabdi Roy ) । 


বীরভূমে এর আগেও  দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা  । পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা ।


অন্যদিকে আবার সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদেরই একাংশ। তাঁদের অভিযোগ, স্থানীয় খেলার মাঠ বিক্রি করে দিয়েছেন পঞ্চায়েত প্রধান, আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। 


মহম্মদবাজার  বিক্ষোভ: ফের বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' (Didir Doot) বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। এবার মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসী । তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। এমনকী অনেকেই আবাস যোজনা প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন। চরিচা পঞ্চায়েতের বিরুপুরেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। যদিও বিক্ষোভ নিয়ে বিজেপিকে নাম না করে নিশানা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ । 


আগেও বিক্ষোভ : দিনকয়েক আগেই রামপুরহাটের মেলেরডাঙায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে (Satabdi Roy) ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । মেলেরডাঙা থেকে রামপুরহাটের (Rampurhat) রাস্তা বেহাল । প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ ওঠে । এর পর রামপুরহাটের বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ । এনিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি । পাল্টা জবাব দেয় তৃণমূলও ।


আরও পড়ুন: Nisith Pramanik:'গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে', কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক নিশীথ