রামপুরহাট : তীব্র গরমের মধ্যেই রামপুরহাটে (Rampurhat) লোডশেডিং (Load Shedding) ঘিরে উত্তেজনা। ১৫ নম্বর ওয়ার্ডের ভাড়শালা মোড়ে বিক্ষোভ। ২৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ। রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়ক অবরোধ। একটা সমস্যা হয়েছে, বিদ্যুতের কাজ চলছে, দাবি রাজ্য বিদ্যুৎ নিগমের।


তীব্র গরমে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। কিছুতেই স্বস্তি ফিরছে না। কাঠফাটা গরম থেকে এখনও মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে ফ্যান-এসি ছাড়া বাড়িতে কার্যত টিকতে পারছেন না মানুষজন।


এরই মধ্যে প্রায় ২৭ ঘণ্টা বিদ্যুৎহীন এলাকা। অভিযোগ, গতকাল সন্ধ্যা থেকে রামপুরহাট পুরসভার ১৫ নম্বর এলাকার একাংশে বিদ্যুৎ নেই ।  বিদ্যুৎ দফতরে বারবার ফোন করেও কোনও সুরাহা মেলেনি । তারই প্রতিবাদে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা । আজ রাতে রামপুরহাট- ভাঁড়শালা মোড়ের কাছে জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয় ।


আরও পড়ুন ; গরমের ছুটি নিয়ে রাজ্য সরকারের পথেই এবার আইসিএসই, শুরু হচ্ছে অনলাইনে ক্লাস


খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় । এই ঘটনায় প্রায় আধ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ।


এপ্রসঙ্গে উল্লেখ্য, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর - রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থেকেছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।


উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি ছিল।