আবীর ইসলাম, বোলপুর : রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইন পরীক্ষার দাবি ইতিমধ্যেই সামনে এসেছে। এবার একই দাবি উঠল বোলপুরের পূর্ণীদেবী কলেজেও। অনলাইনে পরীক্ষা দাবিতে ছড়াল উত্তেজনাও। প্রথমে রাস্তার সামনে বিক্ষোভ দেখানোর পর প্রিন্সিপালের দফতরের বাইরে বিক্ষোভ দেখানো হয়। দরজায় ধাক্কাধাক্কির জেরে উত্তেজনা ছড়ায়। প্রিন্সিপাল-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে রাখা হয়েছে।  


বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য, দীর্ঘদিন ধরে অনলাইনে পড়িয়েছেন শিক্ষক-শিক্ষিকারা । অনেক শিক্ষক-শিক্ষিকার মুখই তাঁরা দেখেননি। এই অবস্থায় তাঁরা কোনওভাবেই অফলাইনে পরীক্ষা দিতে পারবে না, এই দাবি নিয়ে কার্যত দফায় দফায় বিক্ষোভ চলে পড়ুয়াদের। 


কলেজের গেটের বাইরে রাস্তা অবরোধ করে প্রথমে এক দফা বিক্ষোভ দেখানো হয়। এরপর প্রিন্সিপালের দফতরের সামনে ধাক্কাধাক্কি করে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। প্রিন্সিপাল-সহ শিক্ষিকা শিক্ষিকাদের ঘেরাও করে রেখেছেন বিক্ষোভকারীরা । কলেজ কর্তৃপক্ষের দাবি, একটা স্মারকলিপি জমা পড়েছে । বিষয়টি উপরমহলে জানানো হয়েছে। বেলা দুটো নাগাদ বৈঠক হওয়ার পর এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


অনলাইনে পরীক্ষার দাবিতে আর কোথায় বিক্ষোভ ?


এদিকে অফলাইনের পরিবর্তে অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর ঘরের সামনে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ। পড়ুয়াদের দাবি, ১৮ মে বিশ্ববিদ্যালয়ের তরফে অফলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে। এত কম সময়ের প্রস্তুতিতে অফলাইন পরীক্ষায় বসা সম্ভব নয় বলে পড়ুয়াদের দাবি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


অন্যদিকে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University ) অফলাইন-অনলাইন পরীক্ষা বিতর্কে পার্ক সার্কাস ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবি জানিয়েছেন তাঁরা। অনলাইন না হলে পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি পড়ুয়াদের। অনলাইন পরীক্ষায় বেশি নম্বর উঠবে।


অন্যরা অনলাইন করলে আলিয়া বিশ্ববিদ্যালয় করবে না কেন? এই প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু হয় পার্ক সার্কাস ক্যাম্পাসে। 'অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত বদল করা যাবে কিনা, তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে' হবে। জানাল আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।