ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাসপাতালে। সিউড়ির (Birbhum Suri) সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে সেখানে। রোগীর আত্মীয়রা এসে হাসপাতালে বিক্ষোভ করে বলে জানা গিয়েছে। পরে সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে মহিলার, এমনটাই অভিযোগ মৃতার পরিবারের।
পুলিশ সূত্রের খবর, ৩ সেপ্টেম্বর রাত আটটা নাগাদ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তিনি সিউড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপিকা। গত ১০ দিন আগে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে অধ্যাপিকার বাচ্চা হয়ে ছিল। এরপরে ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। বুধবার হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাঁকে সিউড়ির সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে।
মৃতার স্বামী প্রতীক কবিরাজ অভিযোগ করেছেন, প্রথমে জুনিয়র চিকিৎসকরা তাঁর স্ত্রীকে একটি ইঞ্জেকশন দিয়েছিলেন। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে কিছু সিনিয়র চিকিৎসক এসে আরও কয়েকটি ইঞ্জেকশন দেন। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় প্রতীকের স্ত্রী-র। এরপর আত্মীয় স্বজনরা দফায় দফায় উত্তেজিত হয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, গত কয়েক মাসে একাধিক চিকিৎসা গাফিলতিতে একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামের দিকে ও গ্রামাঞ্চলে অনেক সুপারস্পেশালিটি হাসপাতাল রয়েছে, যেখানে পর্যাপ্ত পরিকাঠামো নেই, তার ফলে রোগীদের ভোগান্তির মধ্য়ে পড়তে হচ্ছে। কখনও কখনও চিকিৎসকদের দিকেও আঙুল উঠছে।
রাজ্যের বিভিন্ন হাসপাতালে ও নার্সিংহোমে স্বাস্থ্য পরিকাঠামো যেভাবে ভেঙে পড়েছে, তার উদাহরণ প্রতিদিন দেখা যাচ্ছে। সম্প্রতি একটি খবর নিয়ে শোরগোল পরে গিয়েছে। ইউটিউবার ও সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায় তাঁর পুত্রসন্তানের মৃত্যুর জন্য় চিকিৎসা ব্যবস্তার গাফিলতির দিকে আঙুল তুলেছিলেন। সন্তান কোলে আসার কথা ছিল ২০২৫ সালেই। কিন্তু তার মধ্যেই বিপর্যয়। ব্যক্তিগত জীবনে বড় বিপর্যয়ের মুখে রূপটান শিল্পী ও ইউটিউবার সোহিনী গঙ্গোপাধ্যায়। সন্তান জন্মের সময়েই ঘটে গিয়েছে দুর্ঘটনা, আর তার ফলে, কোল খালি হয়েছে সোহিনীর। তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে ভিডিও পোস্ট করে প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।