বর্ধমান : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে ফের বোমার বলি শৈশব। বীরভূমের (Birbhum) মাড়গ্রামের একডালা গ্রামে বোমা ফেটে গুরুতর জখম ৮ বছরের বালকের মৃত্যু হল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Burdwan Medical College and Hospital)। আজ ভোরে তার মৃত্যু হয়। ঘটনার দিনই দুই বালকের দাদু, জামিরুল ইসলামকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ। 


আবার বোমা-বারুদের আস্ফালন। আবার রক্তাক্ত শৈশব। মানিকচক, সাঁইথিয়া, কাঁকিনাড়ার পর, এবার বীরভূমের মাড়গ্রাম। বোমা ফেটে মারাত্মক জখম হয় ২ ভাই। বীভৎসভাবে পুড়ে যায় ছোট্ট দুটো শরীর। 


বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামারবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই। দুজনেরই বয়স ৮ বছর। শুক্রবার সকালে বাড়ির দোতলায় বসে খেলছিল দুই ভাই। বল ভেবে হাত দেয় বোমায়। তখনই আচমকা বিস্ফোরণ। সবাই দৌড়ে এসে দেখে, ঝলসে গেছে দুটো শরীর। পুড়ে গেছে মুখ। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয় দুই বালককে। অবস্থার অবনতি হওয়ায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্য়াল কলেজে। 


এদিকে, বোমা বিস্ফোরণের দাবি মানতে নারাজ ছিল দুই শিশুর আত্মীয়রা। তাঁদের দাবি, বোমা নয়, চকোলেট বোমা ফেটে আহত হয়েছে দুই ভাই। বিস্ফোরণে বাড়িতে বড় ফাটল ধরে। ছড়িয়ে ছিটিয়ে ছিল সুতলি দড়ি। তারপরেও বোমা নয়, বাজি ফেটেই দুর্ঘটনা বলে দাবি করে আহত বালকের পরিবার। 


গত মাসের ১৫ তারিখে বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হন আরও এক কিশোর। পঞ্চায়েত ভোটের আগে, বীরভূমের আরেক তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্ফোরণ। মারাত্মক জখম হয় ৮ বছরের দুই ভাই। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। 


এদিকে, মাড়গ্রামের ঘটনায় বীরভূম পুলিশ সুপার জানান, বাজি নয়, বোমা ফেটেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাড়ির মালিক জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 


এদিকে, পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বেআইনি অস্ত্রের হদিশ মিলছে প্রায় প্রতিদিনই! দিনকয়েক আগেই বীরভূমের সদাইপুরে অস্ত্র সহ ১ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও ২ রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার গভীর রাতে সদাইপুরের সাহাপুরে এক গাড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ শেখ আনসার নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ।