প্রকাশ সিমহা, বীরভূম : গরুপাচার মামলার ( Cattle Smuggling Case )তদন্তে অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal ) , তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার রেজিস্টার্ড সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআইয়ের।
সিবিআই ( CBI ) সূত্রে দাবি, অনুব্রতর ( Anubrata Mondal ) দেহরক্ষী সায়গল হোসেনের নামে ৪৭টি নথিভুক্ত সম্পত্তি রয়েছে। অনুব্রতর একার নামে ২৪টি, অনুব্রত কন্যা সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সূত্রের দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি ও বিদ্যুতের স্ত্রী মহুয়ার নামে ২টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। আরেক অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামেও ১৮টি জায়গায় রেজিস্টার্ড সম্পত্তি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি।
আরও পড়ুন :
গরুপাচার মামলায় এবার CBI এর হাতে আটক অনুব্রত-ঘনিষ্ঠ কাউন্সিলর
শুধু বীরভূমেই নয়, এর আগেও বহু বহু সম্পত্তির হদিশ পাওয়ার দাবি করেন সিবিআই গোয়েন্দারা। সপ্তাহ খানেক আগে পরিবার ও নিজের নামে বেনামি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেন অনুব্রত মণ্ডল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ' সিবিআই বলুক না কী আছে। কোনও বেনামি সম্পত্তি নেই ! '
অনুব্রত মণ্ডল বেআইনি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেও, CBI’এর নজরে এখন তাঁর, পরিবারের ও ঘনিষ্ঠদের সম্পত্তি। এর আগেই অনুব্রত, তাঁর মেয়ে ও আত্মীয়দের ১৭ কোটি টাকার FD ফ্রিজ করেছে CBI। অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের হদিশ মিলেছে । আগেই সিবিআই সূত্র দাবি করে, গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের পরিবারের চালকল থেকে আরও সম্পত্তির হদিশ মিলেছে। কালিকাপুর ও গয়েশপুর মৌজায় একাধিক সম্পত্তির নথি মিলেছে। যেগুলির মালিকানা অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর নামে। এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪ থেকে ২০১৭, এই চার বছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও মণ্ডল পরিবারের বীরভূম ও পুরুলিয়ায় একাধিক চালকল রয়েছে। যেগুলিতে অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে।