ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম: বীরভূমের (Birbhum) রামপুরহাটে পথ দুর্ঘটনায় (Rampurhat Road Accident) মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা (central-state tussle)। রাজ্য টাকা দিলেও কেন্দ্র টাকা দেয়নি বলে অভিযোগ। বিজেপি (BJP) ভাঁওতাবাজিতে বিশ্বাস করে, কটাক্ষ তৃণমূলের (TMC)। কেন্দ্রের পাঠানো টাকা জেলাশাসক আটকে রেখেছেন বলে দাবি বিজেপির। কেন্দ্রের তরফে টাকা পাঠানো হয়নি, পাল্টা দাবি জেলাশাসকের। 


আর্থিক সাহায্য-তরজা 


৩ মাস আগে বীরভূমের মল্লারপুরে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় অটো চালক-সহ ৯ জনের। সেই ঘটনায়, সরকারি আর্থিক সাহায্য নিয়েও শুরু হল রাজনৈতিক টানাপোড়েন। অভিযোগ, রাজ্য সরকার আর্থিক সাহায্য করলেও, কেন্দ্রের সাড়া এখনও মেলেনি!


৯ অগাস্ট বিকেল। মাঠে কাজ সেরে মল্লারপুরে ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে অটোয় বাড়ি ফিরছিলেন পারকান্দি গ্রামের ১২ জন বাসিন্দা। আচমকা দ্রুত গতিতে আসা একটি সরকারি বাস পিষে দেয় যাত্রী বোঝাই অটোটিকে। মৃত্যু হয় ৯ জনের। অন্ধকার নেমে আসে আদিবাসী পরিবারগুলিতে।


বিপর্যয়ের পরে রাজ্যের তরফে স্বজনহারা ও আহতদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকেও সাহায্যের ঘোষণা করা হয়। এমনকী, স্থানীয় বিজেপি নেতৃত্ব গ্রামে গিয়ে সাহায্যের প্রতিশ্রুতিও দেয়। কয়েকদিন পরই নিহত ৯ জনের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে। আর্থিক সাহায্য তুলে দেয় রাজ্য সরকার।


কিন্তু, ৩ মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তরা কেন্দ্রের আর্থিক সাহায্য পাননি অভিযোগ। মৃত মাকু হেমব্রমের মা হেমা হেমব্রমের কথায়, 'কেন্দ্রের টাকা পাইনি'। বাকি মৃতদের আত্মীয়দেরও একই অভিযোগ। রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণ করলেও, কেন্দ্র এখনও কেন তা করেনি, এই প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। 


বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, 'বিজেপি কথা দিয়ে কথা রাখে না। মানুষকে কেবল ভাঁওতা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে।'


বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, কেন্দ্র টাকা দিলেও জেলাশাসক তা দিচ্ছেন না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'কেন্দ্র যে সাহায্যের কথা বলেছিল, তা এসে গেছে। কিন্তু জেলাশাসক সেই টাকা দিচ্ছে না।'


আরও পড়ুন: Salt Lake: মৃত মালিকের সই জাল করে বাড়ি দখলের চেষ্টা, বিধাননগরে গ্রেফতার অভিযুক্ত প্রোমোটার


সুকান্ত মজুমদারের অভিযোগ প্রসঙ্গে বীরভূমের জেলাশাসকের দাবি, মিথ্যে অভিযোগ। কোনও টাকা আসেনি। কোচবিহার থেকে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় সাহায্য না পাওয়ার অভিযোগ উঠেছিল। এবার একই অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরের ঘটনায়।