রামপুরহাট : দিনকয়েক আগেই তৃণমূল কর্মীদের ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার ‘ভোট লুঠ করতে এলে সর্বস্ব লুঠ করে পাঠিয়ে দিন’ বলে রামপুরহাটের (Rampurhat) জনসভা থেকে হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar)।


পঞ্চায়েত ভোটের তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। চড়ছে কথার পারদ। বিভিন্ন দলের নেতাদের হঙ্কার লেগেই রয়েছে। এই আবহেই এবার ভোট-লুঠের অভিযোগ তুলে সরব হলেন সুকান্ত মজুমদার। 


হুঙ্কার সুকান্তর-


তিনি বললেন, "ভয় মানে মৃত্যু। ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। আমরা ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল নই, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গৃহমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের মতো চোর-জোচ্চরদের ভয় পাব সেই দিন চলে গেছে। কথার জবাব কথায় দিন, আর লাঠির জবাব লাঠিতে দিন। যদি দুধ দেয়, ভাল করে কিসমিস দিয়ে পায়েস করে খাইয়ে দেবেন। কিন্তু যদি ভোট লুঠ করতে আসে, তার সব কিছু লুঠ করে বাড়িতে পাঠিয়ে দিন।"


গত রবিবারই পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির  ( BJP ) কর্মী সম্মেলনের মঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশে সুকান্ত বলেছিলেন, 'বড় ডান্ডা হাতের কাছে রাখুন। তৃণমূলের কেউ যদি অন্যরকম কিছু করে, এখানে তৃণমূলের যে শেখ সুফিয়ান আছেন, তাঁরা যদি কিছু করেন, তাহলে আগে ডান্ডা দিয়ে সোজা করে দেবেন। তাঁর পরামর্শ, পরে যেন কর্মীরা তাঁকে জানান, দাদা, কোর্স কমপ্লিট হয়ে গেছে। ' 


তারও আগে বর্ধমানে দলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কড়া কথায় হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ' মায়ের ওপর যখন আঘাত আসবে, তখন আমরা অস্ত্র ধরতে বাধ্য হই। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে নিজের নিজের অঞ্চলকে নিজের নিজের দুর্গে পরিণত করুন, যাতে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে না পারে এই প্রতিজ্ঞা করুন। ' তিনি আরও বলেন, ' দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমরাও এ রাজাকে খান খান করে ছাড়ব। এই রানিকে খান খান করে ছাড়ব। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। কাউকে চোখ দেখাবে, ধমকাবে, চমকাবে...আমরা একবছর দেখে নিয়েছি আর আমরা দেখতে রাজি নই। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি যে, আমরা শান্তিপ্রিয় ছেলে মায়ের কিন্তু প্রয়োজনে অস্ত্র হাতে তুলতেও ভয় পাই না।' 


আরও পড়ুন ; 'মায়ের উপর আঘাত এলে হাতে অস্ত্র তুলতে বাধ্য হব', পঞ্চায়েত ভোটের আগে হুঁশিয়ারি সুকান্ত-র