বীরভূম: 'শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দোল খেলায় কোনও নিষেধাজ্ঞা নেই', শান্তিনিকেতনের পরিবেশ বাঁচিয়ে রং খেলা যাবে, জানিয়ে দিল বীরভূম জেলা পুলিশ। 'বসন্ত উৎসব ও হোলি উদযাপন সম্পর্কে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আমরা সকলকে ভুল তথ্য এড়িয়ে চলার অনুরোধ করছি। সঠিক আপডেটের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছি', ফেসবুকে পোস্ট বীরভূম জেলা পুলিশের।
হিন্দু-মুসলমান-ব্রাহ্মণ-রোজা-হিজাব থেকে চন্ডীপাঠ, গায়ত্রীমন্ত্র, বঙ্গ রাজনীতি এখন ধর্ম-জাতপাত ঘিরেই আবর্তিত হচ্ছে। এমনকী বিধানসভাতেও উন্নয়নের আলোচনা ছেড়ে ধর্মের ধ্বজা তুলে একে অপরকে আক্রমণ শানাচ্ছে রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধী দল। এই আবহে এবার রঙের উৎসবেও লাগল ধর্মীয় মেরুকরণের রাজনীতির রং। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বলছে বিশেষ মাস এটা। এই মাসে আপনারা বেশি হোলি খেলবেন না। তৃণমূল বিধায়ক ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ধর্মীয় রঙ লাগিয়ে নোংরামি করছে বিজেপি।
গত সপ্তাহেই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বনদফতরের তরফে ঝুলিয়ে দেওয়া হয় এই ব্যানার। বসন্ত উৎসবে সোনাঝুরির সংরক্ষিত বনাঞ্চলে রং খেলা যাবে না বলে নির্দেশ দেয় বনদফতর। কিন্তু তাতেও লাগল ধর্মের রং। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গোটা বাংলা জেনে গেছে এখানে হোলির উৎসব বন্ধ করার জন্য কাজ করছে পুলিশ। বলছে বিশেষ মাস এটা। এই মাসে আপনারা বেশি হোলি খেলবেন না। আর কাল শুক্রবার। যেখানে যেখানে হোলি, দোল খেলবেন, সব ১০টার মধ্যে শেষ করে দিন। এটা কোন রাজ্যে আছি আমরা? এখানে কি শরিয়ত আইন চলে? এখানে সংবিধান চলে। যে যার ধর্ম পালনের অধিকার বাবা সাহেব আম্বেদকর সবাইকে দিয়েছেন।
তৃণমূল বিধায়ক ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, পরিবেশ রক্ষার জন্য বন্ধ করতে বলেছিলাম। বিজেপি এটাকে ধর্মীয় রঙ লাগিয়ে নোংরামি করছে। বীরভূম জেলা পুলিশের তরফেও ফেসবুকে পোস্ট করে জানানো হয়,বসন্ত উৎসব ও হোলি উদযাপন সম্পর্কে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।আমরা সকলকে ভুল তথ্য এড়িয়ে চলার অনুরোধ করছি এবং সঠিক আপডেটের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল দল ! নেপথ্যে কী কারণ ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)