সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ (উত্তর দিনাজপুর): পারিশ্রমিক বৃদ্ধি-সহ একাধিক দাবি। তৃণমূল (TMC) পরিচালিত রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) সামনে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি-র পুরকর্মচারী ফেডারেশন। চেয়ারম্যান ও কাউন্সিলরদের ঢুকতে বাধা দেন বিক্ষোভকারীরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের আন্দোলনকে সমর্থন করেছে বিজেপি (BJP)।


নিয়মিত মিলছে না পারিশ্রমিক। অনিয়মিত হয়ে পড়েছে পেনশনও। মূলত এই দাবিতেই কাজ বন্ধ করে উত্তর দিনাজপুরে (North Dinajpur) তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। বিক্ষোভে সামিল হন অবসরপ্রাপ্ত পুর কর্মীরাও।নেতৃত্বে তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পরিচালিত পুর কর্মচারী ফেডারেশন। পুরসভায় ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন চেয়ারম্যান ও তৃণমূলের কাউন্সিলররা। 


বিক্ষোভকারীদের অভিযোগ,পারিশ্রমিক বৃদ্ধি, নিয়মিত পারিশ্রমিক দেওয়া ও পেনশন-সহ ১২ দফা দাবিদাওয়া পুরবোর্ড মৌখিকভাবে মানলেও, তা বাস্তবায়িত হয়নি। এর প্রতিবাদে শনিবার সকাল ৮টা থেকে রায়গঞ্জ পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী ও অবসরপ্রাপ্ত পুর কর্মীরা। 


রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মী পিঙ্কি বাঁশফোড় জানিয়েছেন, তিনমাস বেতন পাচ্ছি না, বারবার বলেছি, কাজ না হওয়ায় আন্দোলনে যোগ দিয়েছি। রায়গঞ্জ পুরসভার অবসরপ্রাপ্ত পুর কর্মী শঙ্করী বাঁশফোড়ের কথায়, 'পেনশন পাচ্ছি না, মাঝেমধ্যেই ২-৩ মাসের গ্যাপ হয়ে যাচ্ছে, সংসার চালাতে অসুবিধা হচ্ছে'। 


তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধেই বঞ্চনার অভিযোগ তুলেছে আইএনটিটিইউসি পরিচালিত পুর কর্মচারী সংগঠন। পশ্চিমবঙ্গ পুর কর্মচারী ফেডারেশন, রায়গঞ্জ ইউনিটের যুগ্ম সম্পাদক শম্ভু ঘোষের কথায়, তিনবার ১২ দফা দাবিদাওয়া পেশ করেছি। মার্চ মাসে প্রতিশ্রুতি দিয়েছিল বেতন বাড়াবে বাকি দাবিও মেনে নেওয়া হবে। এখনও পর্যন্ত কোনও কিছুই করা হয়নি।


আইএনটিটিইউসি পরিচালিত পুর কর্মচারী সংগঠনের আন্দোলনে সমর্থন জানিয়েছে বিজেপি। উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজের কথায়, কর্মচারীরা যাদের পেটে টান পড়েছে তাদের সঙ্গে আমরা আছি। রং না দেখেই আন্দোলনে সহযোগিতা করব।


রায়গঞ্জ পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের কথায়, আইএনটিটিইউসি কাজ বন্ধ করে যেটা করেছে সেটা অবৈধ। মুখ্যমন্ত্রী শ্রমিক দিবস নষ্ট করতে নিষেধ করেছেন, ওরা দাদাগিরি করছে।


দাবি মানা না হলে, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইএনটিটিইউসি পরিচালিত পুর কর্মচারী সংগঠন।