আবীর ইসলাম, বীরভূম: তৃণমূলের (TMC) পর এবার বোলপুরে (Bolpur) পঞ্চায়েত ভোটের (Panchayet Election) প্রস্তুতি শুরু করে দিল বিজেপিও (BJP)। তৃণমূলের (TMC) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুলিকে হাতিয়ার করার কৌশল নিয়েছে তারা। পাল্টা, বিজেপিকে (BJP) জবাব দিয়েছে তৃণমূলও (TMC)। 


আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। আগে বীরভূম (Birbhum) জেলায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল প্রধান বিরোধী দল বিজেপিও। 


শুক্রবার বোলপুরের এক বেসরকারি লজে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির (BJP) সভাপতি-সহ অন্য নেতারাও!


বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ-সভাপতি সুব্রত চট্টরাজের কথায়, আমরা পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করলাম। তৃণমূলের দুর্নীতি নিয়ে মাঠে নামব।


গরু পাচার মামলায় একাধিকবার তলবের পর, কয়েকদিন আগে CBI’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। 


তবে শুক্রবার তাঁকে ফের তলব করা হলেও, অসুস্থতার কারণে হাজিরা এড়ান তিনি। অন্যদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলাতেও অনুব্রত মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই প্রেক্ষাপটে তৃণমূলের জেলা সভাপতিকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। 


বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের কথায়, 'অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এত পাপ করেছে, মানুষের টাকা মেরেছে, বীরভূম জেলা জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে বারুদের স্তূপের উপর বসিয়ে রেখেছে। পৌরভোট থেকে পঞ্চায়েত ভোট। নমিনেশন করতে দেওয়া হয়নি। তার ফল ওনাকে ভোগ করতে হবে।


বোলপুরের রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিন্হার কথায়, ময়দানে দেখা হবে, মানুষ কার সঙ্গে থাকবে, বিজেপির দুর্নীতির সঙ্গে না মমতার উন্নয়নের সঙ্গে? আমরা আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছি।


২০১৮’র পঞ্চায়েত ভোটে (Panchayet Election) বীরভূম জেলার (Birbhum) ১৬৭টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে মাত্র ২টিতে জিতেছিল বিজেপি (BJP)। বাকি সবগুলিতেই জয়ী হয় রাজ্যের শাসকদল।


আরও পড়ুন: Birbhum: ফের বোমা উদ্ধার নানুরে, শুরু রাজনৈতিক তরজা