ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: হাতির দাঁত পাচার করার সময় হাতে-নাতে তিন পাচারকারীকে গ্রেফতার করল বন দফতরের আধিকারিকেরা। উদ্ধার করা হয়েছে ১৫ কিলোগ্রাম ওজনের দুটি হাতির দাঁত। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। ধৃতদের নাম রবি রঞ্জন সাহা, সুখেন্দর মুর্মু ও শঙ্কর রায়। তাঁদের একজনের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের এবং দুজনের বাড়ি ঝাড়খন্ডের পাকুর এলাকায়।
গোপনসূত্রে খবর পেয়ে ঝাড়খন্ডের বনদফতরের আধিকারিকেরা বীরভূমের বনদফতরের আধিকারিকদের নিয়ে বুধবার বিকেলে বীরভূমের নলহাটিতে হানা দেন। নলহাটির ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হোটেলে হাতির দাঁত কেনা বেচা করছিল এই পাচারকারীরা বলে অভিযোগ। সেই সময় অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেফতার করে বনদফতরের আধিকারিকেরা। ধৃতদের কাছ থেকে ১৫ কেজি ওজনের দুটি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে।
বাইশ সালেও বড়সড় সাফল্য এসেছিল বন দফতরে। পাচারের আগেই হাতির দাঁত উদ্ধার করেছিলেন বনকর্মীরা। পাকড়াও করেছিলেন তিন পাচারকারীকে। আবারও বড়সড় সাফল্য পেল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ২ কেজি ১০০ গ্রাম ওজনের দুটি হাতির দাঁত সহ গ্রেফতার করা হয়েছিল তিনজনকে। বন দফতর সূত্রে জানা গিয়েছিল যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল ওই দাঁত। সেই সময় ওদলাবাড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি অলটো গাড়িতে তল্লাশি চালিয়েছিল বনকর্মীরা। সেখান থেকে বেরিয়ে এসেছিল দুটি হাতির দাঁত। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতার হওয়া তিন পাচারকারীর বাড়ি ছিল আলিপুরদুয়ারের কুমারগ্রামে। পাচারকারীদের জেরা করে জানা গিয়েছিল যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁতগুলো। এই বিষয়ে বন দফতরের আধিকারিক হরি কিষান ফোনে জানিয়েছিলেন, আলিপুর থেকে শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁত দুটি। একটি গাড়ি সমেত তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন, রোগীদের সুবিধা দিতে SSKM-এ অভিনব পরিষেবা, চালু হল বিশেষ বাহন
অপরদিকে, বাইশ সালে জলপাইগুড়িতে, ক্রেতা সেজে ২৪ কেজি হাতির দাঁত উদ্ধার করেছিলেন বন কর্মীরা, ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছিল বন দফতর। ডুয়ার্সের ওদলাবাড়ি হয়ে এই হাতির দাঁত নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বনদফতর জানিয়েছিল। ৬০ লক্ষ টাকায় হাতির দাঁত (Ivory) নেপালে (Nepal) বিক্রির ছক কষেছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে ডুয়ার্সের (Dooars) ওয়াশাবাড়ি এলাকা থেকে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছিল বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা।