ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কৌশিকী অমাবস্যা উপলক্ষে সাজ সাজ রব তারাপীঠে (Tarapith News)। জোরদার করা হয়েছে নিরাপত্তাও। তারাপীঠের নিরাপত্তায় মোতায়েন থাকবেন এক হাজার পুলিশ কর্মী এবং সতেরোশো সিভিক ভলিন্টিয়ার। বুধবার দুপুর ২টো থেকে তারাপীঠে চার চাকা ঢুকবে না।


সাজ সাজ রব তারাপীঠে: বৃহস্পতিবার কৌশিকী আমাবস্যা, তার আগে প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে চলছে প্রস্তুতি। মঙ্গলবার দুপুরে দমকলের পাশাপাশি রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা আধিকারিক সহ অনান্যরা তারাপীঠে মন্দির সংলগ্ন যাওয়া রাস্তা পরিদর্শন করেন। রাস্তার উপর দোকান সরিয়ে দেওয়া হয়। এসডিপিও ধীমান মিত্র জানান, কৌশিকী আমাবস্যায় যাতে কোনও অপ্রতিকর ঘটনা না ঘটে, তার জন্য এক হাজার পুলিশ কর্মী  এবং ১৭০০ সিভিক ভলিন্টিয়ার থাকবে। এছাড়া ড্রোন, পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি, ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। বুধবার দুপুর ২টো থেকে তারাপীঠে কোনো চার চাকা গাড়ি ঢুকবে না।


প্রতিদিনই ভক্তদের সমাগম হয় তারাপীঠ মন্দিরে। নিত্য পুজোপাঠ তো হয়েই থাকে, তাছাড়াও শনি-মঙ্গলবার এবং বিশেষ দিনগুলিতে বিশেষ পুজো হয়ে থাকে। শত বছরের পুরনো বিশ্বাস, এই মন্দিরে প্রার্থনা করে কোনও ভক্ত খালি হাতে ফেরে না। তারাপীঠের মন্দিরে (Tarapith Temple) সারা বছরই জনসমাগম হয়। বিশেষ দিনগুলিতেও ভিড় করেন পুণ্যার্থীরা। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এই বছরও প্রচুর ভক্তের সমাগম হবে বলেই অনুমান। তাই পুণ্যার্থীদের কথা ভেবে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর সারাদিন সারারাত মন্দির খোলা রাখা হবে, জানালেন মন্দির কমিটি সভাপতি তারাময় মুখোপাধ্যায়।            


কৌশিকী আমাবস্যায় তারাপীঠে ভক্তরা যাতে অনলাইনে পুজো দিয়ে প্রতারিত না হন তার জন্য মন্দির কমিটি থেকে ভক্তদের সতর্ক করা হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় বলেন, "অনলাইনে তারাপীঠে তারা মায়ের পুজোর কোনও ব্যবস্থা নেই। করোনাকালে এই পুজো ব্যাপক আকার ধারন করেছিল। তারপর থেকে আমরা সাইবার ক্রাইম অফিসে জানিয়ে ছিলাম। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সেই অনলাইন পুজো বন্ধ হয়নি, রীতিমতো চলছে। ভক্তরা নিজস্ব সেবায়েতকে দিয়ে পুজো করাতে পারে। ডাক যোগে প্রসাদ পাঠানো হয়। অনলাইন কোনও ব্যবস্থা নেই।''                 


আরও পড়ুন: East Midnapore News: দোতলা বাড়ি থাকতেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা! কাঠগড়ায় তৃণমূল নেতা