আবীর ইসলাম ও এরশাদ আলম, বোলপুর : বোলপুরে (Bolpur) বিজেপি প্রার্থীদের (BJP Candidates) দলীয় নেতার দোকানে আটকে রাখার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। বোলপুরের ২২টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৩টিতে মনোনয়নপত্র জমা দিতে পেরেছে। বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


প্রতিপক্ষকে রুখে দিয়ে এগিয়ে যাওয়াই যে কোনও খেলার রীতি। পুরভোটের আগে এবার কি সেই খেলাই শুরু হল বোলপুরে ? এক বিজেপি নেতার ফেসবুক লাইভে বলেন, বিজেপি থেকে আমরা নমিনেশন করতে এসেছি, কীভাবে তৃণমূলের গুণ্ডারা হামলা করছে দেখুন।


তৃণমূলের প্রার্থীরা যখন খেলতে খেলতে মনোনয়ন জমা দিলেন, তখন মনোনয়নপত্র জমা দিতে আসার পথে, বিজেপি প্রার্থীদের দলীয় নেতার দোকানঘরে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে! এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বোলপুরে। ধস্তাধস্তির সময় ফেসবুক লাইভ করেন বিজেপি নেতা।


আরও পড়ুন ; 'একটা ছবি দেখান তো হাত-পা ভেঙেছে, কথা বলা বা রাস্তায় ঘোরা কি সন্ত্রাস', বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখলের পর প্রশ্ন অনুব্রত মণ্ডলের


বিজেপি নেতা ফেসবুক লাইভে বলেন, আমাদের অফিসের মধ্যে কীভাবে হামলা করছে দেখুন , আমাদের প্রার্থীকে নমিনেশন করতে দিচ্ছে না। এভাবে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। কীভাবে হামলা হচ্ছে দেখুন, শাটার নামিয়ে দেওয়া হচ্ছে।


এক বিজেপি কর্মী বলেন, আমাদের তৃণমূলের দুষ্কৃতীরা এখানে আটকে রেখেছে। নমিনেশন করতে দেবে না আমাদেরকে। বাইশ-শূন্য, এই যে আমাদের প্রার্থী আছেন । প্রার্থী আটকে আছে, আরও প্রার্থী আছে ভিতরে, এখানে কাজকর্ম চলছিল, তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমাদেরকে হামলা করে, শাটার বন্ধ করে দেয় এবং আমাদের তো কোনও সিকিউরিটি নেই, আমরা তো বেরিয়ে আসতে ভয় পাবই। পুলিশ-প্রশাসন কোনও কাজই করে না। আমাদেরকে এখানে ঢুকে মারধর করা হয়েছে। আমরা যা ভীত-সন্ত্রস্ত, আমরা নমিনেশন করছি না।


খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এনিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, উনি ভিতর থেকে দোকান বন্ধ করে বসে আছেন। আমরা এক-সোয়া ঘণ্টা আগে পুলিশ পাঠিয়েছিলাম, দেখা যায় উনি ভিতরে রয়েছেন। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ওর সঙ্গে যোগাযোগ করেছে। কেন এরকম করছেন জানি না।


প্রায় পাঁচ ঘণ্টা পরে বিজেপির জেলা নেতারা এসে দলীয় নেতা-কর্মী ও প্রার্থীদের উদ্ধার করেন। বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ বলেন, এই বিষয়ে আমার কাছ থেকে বিজেপির তরফ থেকে একটা ফোন আসে। আমি তৎক্ষণাৎ বোলপুর থানার আইসি-র সঙ্গে কমিউনিকেট করি। 


বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, তৃণমূল কংগ্রেসের এক দল দুষ্কৃতীবাহিনী আমাদের মারধর এবং ঘর বন্ধ করে দিল।


বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, যদি ভোটে প্রার্থী দিতে না পারে তার জন্য কি তৃণমূল কংগ্রেস দায়ী ? হকি-ক্রিকেট সব এইভাবেই খেলা হবে।


গেরুয়া শিবিরে যখন এই ছবি, তখন অন্য মেজাজে রাজ্যের শাসক শিবির। ক’দিন আগেই হকি খেলার কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। বুধবার, হকি খেলতে খেলতে মনোনয়ন জমা দিতে যান বোলপুর পুরসভার তৃণমূল প্রার্থীরা। মহকুমা শাসকের দফতরের সামনে ফুটবল খেলাও হয়। 


এদিকে, সিউড়িতে এসে মনোনয়ন জমা দেওয়ার আগে সাঁইথিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে ক্রিকেট খেললেন তৃণমূল কর্মীরা।


সাঁইথিয়া পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতেই বিনাপ্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়ে গেল তৃণমূল।