ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : এবারও হচ্ছে না বসন্ত উৎসব ( Basanta Utsav at Bolpur Santiniketan ) । বিশ্বভারতী (Visva Bharati) সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মত করে ৩রা মার্চ বসন্ত-বন্দনা করবে। সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে।
প্রথা ভেঙে বিশ্বভারতীতে এ বছর নিজস্ব বসন্তোৎসব পালিত হবে ৩ মার্চ ৷ বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক, প্রথা ভাঙা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত কয়েক বছর কীভাবে বসন্ত উৎসব ?
২০১৯ সালে সার্বিকভাবে বসন্ত উৎসব হয়েছিল। সেবার বসন্ত উৎসব দেখতে ভিড় জমিয়ে ছিল হাজার হজার মানুষ।
প্রতি বছর দোলের দিন ভিড়ের চোটে শান্তিনিকেতনে পা রাখা যায় না। হাজির হন দেশ বিদেশের পর্যটকরা, হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে যোগ দেন রঙের উৎসবে। কিন্তু রবীন্দ্রনাথের আমল থেকে চলে আসা বসন্ত উৎসব ২০২০ সালে প্রথম বন্ধ করা হয় শান্তিনিকেতনে। তবে প্রতিবারের মত সেবারও ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা। যদিও আশ্রম চত্বরে ঢোকা বন্ধ ছিল তাঁদের। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় আশ্রম সংলগ্ন রাস্তা। রঙের খেলায় মাততে তাঁরা চলে যান খোয়াই-সোনাঝুরির দিকে।
এরপর ২০২১ও সালে কোভিডের জন্য বন্ধ ছিল উৎসব। ২০২২ সালে হোলির দিন নয়, তার পরে বিশ্বভারতী নিজেদের ছাত্রছাত্রী, কর্মী, অধ্যাপকদের নিয়ে নিজদের মত করে বসন্ত উৎসব পালন করে। বাইরের কারও প্রবেশাধিকার ছিল না। তিনদিনের রুদ্ধদ্বার বসন্ত উৎসব চলে নববর্ষ পর্যন্ত। বসন্ত উৎসবের সময় নির্বাচন নিয়ে শুরু হয় সমালোচনা। তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
এবারও সেই ভাবেই মেনে হোলির চারদিন আগে ৩ তারিখে বিশ্বভারতী বসন্ত-বন্দনার মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করবে। ৭ মার্চ দোল উৎসব। কর্তৃপক্ষ যে সূচি প্রকাশ করেছে সেই অনুসারে ২ মার্চ সন্ধ্যায় লোক সংস্কৃতি অনুষ্ঠান হবে। ৩রা মার্চ ভোরে বৈতালিক এবং সন্ধ্যা ৭টায় শোভাযাত্রা।
প্রসঙ্গত, দিনকয়েক আগে লিলুয়ায় বসন্ত উৎসবের আয়োজন করেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। প্রত্যেক বছরের মতোই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন একাধিক সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীরা। দেখতে দেখতে সাত বছর পার করে ফেলেছে ইমন চক্রবর্তীর এই 'বসন্ত উৎসব'। প্রতি বছরের মতো এবারও দোলের আগেই ইমনের বসন্ত উৎসব কলকাতা এবং হাওড়া দুই শহরের মানুষকেই রাঙিয়ে দেয়।
আরও পড়ুন ; আবীরের রঙে, সুরে বসন্তকে আহ্বান, উৎসব করতে প্রতিবছর শিকড়ের কাছেই ফেরেন ইমন