গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:    দু'বছর হয়ে গেল। প্রণবহীন মিরিটির মুখার্জীবাড়ির দুর্গাপুজো। প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে এবারও হচ্ছে উমা বন্দনা। কিন্তু, তার সঙ্গে প্রতিটি মুহূর্তে মিশে রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের অনুপস্থিতি। বীরভূমের মিরিটির এই বাড়িটায় এবারও এসেছে উমা। ঢাকের বাদ্যিতে ভরে উঠেছে মণ্ডপ। নিময় মেনে হচ্ছে পুজোপাঠ। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বীরভূমের মিরাটীর বাড়িতে আজ সকালে শুরু হয়েছে মহাষ্টমীর পুজো।  আগে প্রণব মুখোপাধ্যায় বাড়ির পুজোয় তন্ত্রধারক হতেন। এখন তাঁর অনুপস্থিতিতে পুরোহিতরা পুজো করছেন। 


কিন্তু বাড়ির সেই মানুষটাই নেই। গত বছর ৩১ অগাস্ট, সবাইকে ছেড়ে চলে গিয়েছেন এই বাড়ির ছেলে। প্রণব মুখোপাধ্যায়। দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। ১৮৯৬ সালে, প্রণব মুখোপাধ্যায়ের ঠাকুরদার হাত ধরে মুখার্জী ভবনে দুর্গাপুজো শুরু হয়। তাঁর রাজনৈতিক জীবন ডালপালা মেলেছে দিল্লিতে, কিন্তু, শিকড় ছিল এখানেই। 


শিখরে পৌঁছেও সেই শিকড় কখনও ভোলেননি তিনি। তাই যত উচ্চপদেই থাকুন না কেন, গ্রামের বাড়ির দুর্গাপুজোয় তাঁর আসা ছিল মাস্ট। গ্রামের বাড়ির দুর্গামণ্ডপ গমগম করে উঠত প্রণব মুখোপাধ্যায়ের চণ্ডীপাঠে। নিজে নদীতে ঘট ভরতে যেতেন। 


২০১২ তে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর, সবার মনেই একটা সংশয় দেখা দিয়েছিল, আর হয়ত বাড়ির পুজো করতে দিল্লি থেকে উড়ে আসবেন না তিনি। কিন্তু তা হতে দেননি তৎকালীন রাষ্ট্রপতি! সবকিছুই রয়েছে আগের মতো। শুধু নেই সেই মানুষটা।