কলকাতা : বীরভূমের রামপুরহাটে অগ্নিকাণ্ডে ১০ জন নয়,মৃত্যু হয়েছে ৮ জনের। সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি ঘটনা সম্পর্কে জানান, গতকাল রাতে
৭-৮টি বাড়িতে আগুন লাগে। রাতেই গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে আনা হয় হাসপাতালে। মঙ্গলবার সকালে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। এছাড়া দমকল কর্মীরা একটি বাড়ি থেকে আজ সকালে ৭টি দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন বলে জানান ডিজি। তিনি যা জানালেন, তা এক নজরে -
- একটি বাড়ির ভিতরে ৭টি মৃতদেহ পাওয়া গেছে
- ৭টি দগ্ধ মৃতদেহ পাওয়া গেছে
- কী কারণে আগুন তদন্ত করে দেখা হচ্ছে
- একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে
- ইতিমধ্যেই ১১জনকে গ্রেফতার করা হয়েছে
- গ্রামের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে
- রাত থেকেই গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে
- এই ঘটনায় মোট ৮জনের মৃত্যু হয়েছে
- লোকরা উত্তেজিত হয়ে আগুন লাগায় নাকি অন্য কোনও কারণ খতিয়ে দেখা হচ্ছে
- পাশাপাশি ৭-৮টি বাড়িতে আগুন লেগেছিল
- সিটের সদস্যরা ইতিমধ্যেই রওনা হয়ে গেছেন
- কোনও রাজনৈতিক কারণে এই সংঘর্ষ নয়
DG জানান, ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। দু’টি দলের মধ্যে সংঘর্ষের কারণে ঘটনা ঘটেছে, এমন কোনও তথ্য এখনও পাওয়া যায়নি বলে জানান ডিজি।
প্রেক্ষাপট
এর আগের দিন তৃণমূল উপপ্রধানকে পরিকল্পিতভাবে খুন করা হয়। তিনি জনপ্রিয় ছিলেন। গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছিল। রাতে আগুনের ঘটনা ঘটে। পুলিশ, দমকল ব্যবস্থা নিয়েছে। যদিও, স্থানীয় সূত্রে খবর, উপপ্রধানের খুনের পর এলাকায় তাণ্ডব চালায় তাঁর অনুগামীরা। তৃণমূলের উপপ্রধান খুনে অভিযুক্তদের বাড়ি-সহ বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রামপুরহাটে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় নবান্নে জরুরি বৈঠক করেন রাজ্য পুলিশ-প্রশাসনের কর্তারা। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি। এই বৈঠকে রামপুরহাটের ঘটনার তদন্তে SIT গঠন করা হয়েছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিমে রয়েছেন ADG, CID জ্ঞানবন্ত সিং, DIG, CID মীরাজ খালিদ, ও IG বর্ধমান রেঞ্জ ভরতলাল মিনা। ক্লোজ করা হয়েছে রামপুরহাটের IC ও SDPO’কে। রামপুরহাটের ঘটনায়, ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।