রামপুরহাট : রামপুরহাটকাণ্ডে (Rampurhat Violence) নতুন মোড়। বিস্ফোরক অভিযোগ করলেন রামপুরহাটকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ (Mihilal Sheikh)। চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে। হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা "আনারুল হোসেনকে গাইড করতেন আশিস বন্দ্যোপাধ্যায়"। এমনই দাবি করলেন মিহিলাল শেখ।


রামপুরহাটকাণ্ডে নিহতদের আত্মীয় ও প্রত্যক্ষদর্শী মিহিলাল বলেন, "এর আগে অনেক ক’বার আনারুলের কাছে আমরা গিয়েছিলাম। ঝামেলা, ঝঞ্ঝাট, আমাদের ওপর অত্যাচার হচ্ছে। আশিস ব্যানার্জীর কাছে গিয়েছিলাম। এই আশিস ব্যানার্জী, আশিস ব্যানার্জী...আনারুলকে বলে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। কাউকে যেন ছাড়া না হয়। এতদিন মুখ খুলিনি। এই কারণে খুলিনি যে, সমস্ত লোককে এখানে টানাটানি করবে। কিন্তু পরবর্তীতে যা দেখতে পাচ্ছি, আশিস ব্যানার্জী এখন আনারুলকে গাইড করছেন। আর আনারুলকে ব্লক সভাপতি ওই রেখে দিয়েছিল। আশিস ব্যানার্জী, আশিস ব্যানার্জীর ভাইপো সোমু...এরা আমাদের ওপর প্রচণ্ড অত্যাচার করেছে।"


যদিও এই অভিযোগ উড়িয়ে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "এসব বাজে কথা। কেন গাইড করতে যাব কাউকে। আনারুল কি নাবালক, যে গাইড করতে যাব? কাউকে গাইড করার কোনও বিষয় নেই। আমার নেই। কোনও গাইডের প্রশ্নও আসে না। কোন বিষয়টি নিয়ে গাইড করব ? কেন করব? কীসের জন্য করব?"


রামপুরহাট অগ্নিকাণ্ডে পরিবার হারানো মিহিলাল শেখ আরও বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, "ওদের যে আসামীগুলো তারা জেলের মধ্যে মদ, বিয়ার, বিরিয়ানি...সব বাইরে থেকে যাচ্ছে। তারা জেলের মধ্যে এনজয় করছে। এগুলো সুযোগ-সুবিধা পাচ্ছে, জেলাররা করছে। জেলের অফিসাররা করছে। এখানকার যারা লোকাল নেতা আছে, আশিস ব্যানার্জীরা করছে।"


আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "যেহেতু তদন্ত চলছে, সেজন্য কোনওভাবে আমি আলাদা ভাবে কথা বলার প্রয়োজন বোধ করিনি। যেহেতু তদন্ত চলছে। আমি কোনওভাবেই নাক গলাতে চাইনি।"


রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে কি মাথাদের ধরতে পারবে সিবিআই? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।