রামপুরহাট : ‘গত সোমবার রাতে বগটুইয়ে কী হয়েছিল ? ’ রামপুরহাটকাণ্ডে (Rampurhat Violence) নিহতদের আত্মীয় মিহিলাল শেখের (Mihilal Sheikh) কাছে জানতে চাইল সিবিআই। প্রায় চার ঘণ্টা ধরে তাঁর বয়ান রেকর্ড করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


আজ সকাল ১০টা নাগাদ রামপুরহাটে সিবিআইয়ের ক্যাম্পে ডেকে পাঠানো হয় মিহিলাল শেখকে। মিহিলাল না আসায় বাতাসপুরের দিকে রওনা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে গ্রামের মুখে যান মিহিলাল। সেখান থেকেই অস্থায়ী ক্যাম্পে মিহিলালকে আসতে বলে সিবিআই। চটি পরে আসেননি বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের জানান মিহিলাল। তখন গোয়েন্দাদের তরফে বলা হয়, ‘আর বাড়ি যেতে হবে না, কারও থেকে নিয়ে পরে নিন।’


এরপর ক্যাম্পে মিহিলালের প্রায় চার ঘণ্টা ধরে বয়ান রেকর্ড করা হয়। সূত্রের খবর, তাঁকে জানতে চাওয়া হয়, গত সোমবার রাতে বগটুইয়ে কী হয়েছিল ? পরিবারে কাদের মৃত্যু হয়েছে ? ঘটনার সময় কোথায় ছিলেন ? আনারুলের বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে কী প্রমাণ আছে ? কারা আগুন লাগিয়েছে বলে মনে হয় ?


আরও পড়ুন ; কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাটের এসডিপিওকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, বয়ান রেকর্ড মিহিলালের


এদিকে কেন্দ্রীয় সংস্থার অস্থায়ী ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় রামপুরহাটের প্রাক্তন এসডিপিও (sdpo) সায়ন আহমেদকে। রামপুরহাট হত্যাকাণ্ডের (rampurhat violence) জেরে এই মুহূর্তে কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন তিনি। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের মাঝে ঠিক কোন কোন প্রসঙ্গ সামনে এসেছে, তা অবশ্য এই মুহূর্তে পরিষ্কার নয়। 


সিবিআই সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থানার (rampurhat police station) একজন এসআইকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডেকে পাঠানো হয়েছিল রামপুরহাট হাসপাতালের (rampurhat hospital) এক চিকিৎসককে (doctor)। ঘটনার পর আহতদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময় হাসপাতালে রোগীদের দেখার দায়িত্বে ছিলেন সেই চিকিৎসক। 


প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশের পর, রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে CBI। ঘটনার দিন কি কোনও দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানো হয়েছিল? না কি বাইরে থেকে বোমা মারায় ঘরে আগুন ধরে গেছিল? ঘরের ভিতরে থাকা সবাইকে কি জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল? রামপুরহাটণ্ডের তদন্তে এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন CBI’এর গোয়েন্দারা। এই তদন্তে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। 3D লেজার স্ক্যানিং।