আবীর ইসলাম, বীরভূম: করোনা বিধি মেনে আজ অর্থাৎ শনিবার থেকে খুলে গেল রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতনের সোনাঝুরির শনিবারের হাট। তবে এবার থেকে সপ্তাহে সাতদিন এর বদলে শনিবারের সোনাঝুরি হাট বসবে সপ্তাহে দুদিন। শনি ও রবিবার। সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত চলবে এই শিল্পী হাট। এই মর্মে খোয়াই হাট কর্তৃপক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সোনাঝুরিতে।


এই ঘোষণায় খুশি ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটক সকলেই। এদিকে সরস্বতী পুজো উপলক্ষে আজ যুগলদের ভিড় সেখানে। চলছে সেলফি তোলার হিড়িকও। আগে প্রতিদিনই বসত সোনাঝুরি খোয়াই হাট। কিন্তু করোনয় বিধিনিষেধের জেরে পুরোপুরি বন্ধ হয়ে যায় তা। এবার থেকে সাতদিনের বদলে, প্রতি শনি ও রবিবার হাট বসবে। এদিকে, পর্যটনে ছাড় দেওয়ায় খুশি পর্যটকরাও। যে সব ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, তার প্রতিটি ক্ষেত্রেই মেনে চলতে হবে কোভিড বিধি।


অন্যদিকে, মঙ্গলবার থেকেই তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশে শিথিল করা হল নিয়ম। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে একসঙ্গে ৫০ জনের বেশি পুণ্যার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন।


পাশাপাশি ভোগ খাওয়ার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন এই মন্দির খোলার বিষয়ে। তবে সব কিছুই হবে কোভিড বিধি মেনে। এজন্য নজরদারি চালাতে মন্দিরে চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। এতদিন নামমাত্র ভক্ত আসতেন কঙ্কালীতলা মন্দিরে। এবার এখানেও দেওয়া হয়েছে ছাড়। কঙ্কালীতলা মন্দির কমিটির সেবায়েত বৈদ্যনাথ চক্রবর্তী বলেন, "গর্ভগৃহে একসঙ্গে ৭জন ও মন্দির চত্বরে ১২ থাকতে পারবেন।"                                                                                        


এদিকে,  ১ ফেব্রুয়ারি থেকে ফের খুলছে পুরীর মন্দির। করোনা টিকার সার্টিফিকেট থাকলেই মন্দিরে প্রবেশাধিকার কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েও যাওয়া যাবে মন্দিরে । আপাতত রবিবার বন্ধ থাকবে পুরীর মন্দির। 
২০২১ সালের মাঝামাঝি পুরী মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে গিয়েছিল। তারপরই জগন্নাথ ধামে পর্যটকরা ভিড় জমান।