কলকাতা: বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনার পর রাজ্য সরকারকে কড়া আক্রমণ করে ট্যুইট করলেন দলনেতা শুভেন্দু অধিকারী। 


তিনি ট্যুইটারে লেখেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বীরভূমের রামপুরহাটে সন্ত্রাসের আতঙ্ক। গতকাল রাতে এক উপপ্রধান ভাদু শেখের বোমা হামলায় মৃত্যুর পর ক্রুদ্ধ জনতা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।  রাত ভোর বর্বরতায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।  মৃতদের বেশিরভাগই মহিলা। প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে।  মৃত্যুর সংখ্যা কম দেখানোর চেষ্টা চলছে।"


 






বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের পর উত্তপ্ত রামপুরহাট। রাতেই বকটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দমকলের দাবি, পুড়ে ছাই হয়ে যাওয়া ওই বাড়িগুলি থেকে উদ্ধার হয়েছে ১০টি মৃতদেহ। 


যদিও এই মৃত্যু নিয়েও তরজা চলছে। বীরভূমের রামপুরহাট আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। রামপুরহাট মেডিক্যাল কলেজ সূত্রে এই দাবি করা হয়েছে।  হাসপাতাল সূত্রে দাবি, মৃত ৯ জনের মধ্যে রয়েছে ২ শিশু, ৬ মহিলা ও এক পুরুষ। গতকাল রাতেই অগ্নিদগ্ধ অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে এক মহিলার রাতেই মৃত্যু হয়। বাকিদের দফায় দফায় আনা হয় হাসপাতালে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় এখনও চার জন চিকিত্‍সাধীন বলে হাসপাতাল সূত্রে দাবি।


বীরভূমে রামপুরহাটে আগুনে মৃত্যুর ঘটনায় আজ বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। প্রশ্নোত্তরপর্ব শেষের পর বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন।  এরপর এ নিয়ে হই হট্টগোলের মধ্যে তাঁরা ওয়াকআউট করেন। বিধানসভা কক্ষের বাইরে এসে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন বিজেপি বিধায়করা।