ভাস্কর মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্য়ায় , আশিস বাগচী, কলকাতা : সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় ( TMC MP Satabdi Roy )। তুললেন রামপুরহাট মেডিক্যাল কলেজ  ( Rampurhat Medical College ) হাসপাতালে দালালচক্রের অভিযোগ । বললেন, ' যদি আমার রেকমেনডেশনে গিয়েই এই অবস্থা হয়, তাহলে পাবলিকের কী হবে? এটা আমাদের উত্তর চাই।' 


এবার শতাব্দী রায়!


অখিল গিরি, মদন মিত্রের পর এবার শতাব্দী রায়! এবার সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলেরই সাংসদ!  শুক্রবার মাঝরাতে, দুর্ঘটনায় আহত এক যুবককে SSKM-এ ভর্তি করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বেনজির সংঘাতে জড়ান তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিধায়ক বলেছিলেন, ' আমরা আসার পর যদি এই অবস্থা হয়, এই গরিব মানুষগুলোর কী অবস্থা। এরা তো ভিখিরির মতো পড়ে রয়েছে। বাইরে থেকে এসে এখানে দালাল ঘুরছে। জ্যাক লাগাচ্ছে। ট্রমায় ভর্তি করতে হবে। কত ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার। আমি মদন মিত্র বলছি, সে নো টু পিজি ' 


কী অভিযোগ তুলেছিলেন মদন


মদন মিত্রের মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোলের মধ্যেই, এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সম্প্রতি নলহাটি থানার পাখা গ্রামে গুলিবিদ্ধ এক যুবকের চিকিৎসা নিয়ে রামপুরহাট হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও, তাঁর যথাযথ চিকিৎসা হয়নি। উল্টে ওই রোগীকে নার্সিংহোমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সাংসদের অভিযোগ, ' ওরা বলেছে যে হবে না। নার্সিংহোমে যান। এটা কেন। ২৪ ঘণ্টা পরে কেন, এই উত্তরটা চাই। আমি বারবার ফোন করার পরেও কোনও রেসপন্স করেনি।যা যা কমপ্লেন এই হাসপাতাল সম্পর্কে আছে, সেগুলো আলোচনা করেছি। প্রতি ২ মাস পরে রিভিউ মিটিং করব।'


রবিবার বৈঠকে বসে হাসপাতালের পরিচালন সমিতি। সেখানেও বিষয়টি নিয়ে সরব হন শতাব্দী রায়। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্রের অভিযোগ তুলেছেন খোদ হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়!


রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে একের পর এক তৃণমূল সাংসদ-বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। সম্প্রতি কাঁথি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল সরকারেরই মন্ত্রী অখিল গিরি! 


'স্বাস্থ্য় পরিষেবা অনেক বেড়েছে। সরকারি হাসপাতালগুলির ওপর চাপও বেড়েছে। জনপ্রতিনিধিদের কাছে মানুষ আসে, আমরা কখনও করতে পারি, কখনও করতে পারি না', এই বিষয় নিয়ে মন্তব্য মন্ত্রী শশী পাঁজার। 


আরও পড়ুন