ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: বীরভূমের (Birbhum) সিউড়িতে (suri) বিজেপির (BJP অঞ্চল সম্মেলনে হামলা (attack) ও বিজেপি (BJP) কর্মীদের মারধরের অভিযোগে ২ তৃণমূল কর্মীকে (TMC Worker) গ্রেফতার (arrest) করল পুলিশ। ধৃত বিকাশ মণ্ডল ও তন্ময় লোহার গোবিন্দপুর গ্রামেরই বাসিন্দা। যদিও মূল অভিযুক্ত, তৃণমূলের অঞ্চল সভাপতি রঘুনাথ মণ্ডল এখনও অধরা। বিজেপির অভিযোগ, গতকাল সিউড়ির মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে তাদের অঞ্চল সম্মেলনে হামলা চালায় তৃণমূল। বিজেপির সিউড়ি শহর সভাপতি সুনয়ন ভাণ্ডারীর চোখে আঘাত লাগে বলে অভিযোগ। হামলা-যোগ আগেই অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব।


কী ঘটেছিল?
প্রথমে বচসা, তারপর হাতাহাতি। ছুড়ে ফেলা হয় একের পর এক চেয়ার-টেবিল। কপাল ফাটে এক বিজেপি নেতার! বিজেপি অঞ্চল সম্মেলনে এভাবেই ধুন্ধুমার বাধল বীরভূমের সিউড়িতে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, মল্লিকপুর পঞ্চায়েতের গোবিন্দপুরে বিজেপির অঞ্চল সম্মেলন চলছিল। আচমকা তৃণমূলের অঞ্চল সভাপতি রঘুনাথ মণ্ডল ও তার অনুগামীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।চোখে আঘাত লাগে সিউড়ির বিজেপি টাউন সভাপতির। গুরুতর জখম অবস্থায় বিজেপি নেতা সুনয়ন ভাণ্ডারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিন্তু কী কারণে হামলা?


কারণ...
সিউড়িতে বিজেপির টাউন সভাপতি সুনয়ন ভান্ডারির অভিযোগ, স্থানীয় নেতাদের দুর্নীতির কথা তুলে ধরাতেই মারধর করা হয়। এনিয়ে শাসকদল নিশানা করতে ছাড়েনি সিপিএমও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বীরভূমে তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্য়ায় জানান, এরকম কোনও ঘটনা ঘটেছেন বলে শোনেনি। তবে ঘটে থাকলে তা অবাঞ্চিত। দ্রুত দোষীদের গ্রেফতারির দাবিতে সিউড়ি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। পরে পুলিশের আশ্বাস বিক্ষোভ উঠে যায়। তার পর এদিনই ২ অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মূল অভিযুক্তের হদিশ কবে মিলবে? আপাতত এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সিউড়িতে। ঘটনাচক্রে গত কালই হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অসীম বলেন, 'আমাদের ভোটারদের ভয় দেখালে ও ১ টা বোমা ফাটালে আমরা ১০ টা ফাটাব, ওরা ১ টা গুলি মারলে আমরা ১০টা গুলি মারার ক্ষমতা অর্জন করব, এবার তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব'। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও হুঁশিয়ারি দিয়েছিলেন, 'যাঁরা বোমা, বন্দুকের রাজনীতি করছেন, তাঁরা সাবধানে থাকুন। ঘড়ির কাঁটা ঘুরছে, কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে অবাক হবে না। মানুষ প্রতিহত করে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে', হুঁশিয়ারি দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। তার পর অসীম সরকার।                       




 



আরও পড়ুন:হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারীদের