গোপাল চট্টোপাধ্যায়, শান্তিনিকেতন: ১ ডিসেম্বর থেকে বিশ্বভারতীতে (Visva-Bharati) শুরু হচ্ছে অফলাইন ক্লাস (Offline Class)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশরীরে ক্লাস করতে পারবেন দশম থেকে দ্বাদশ শ্রেণি, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি পড়ুয়ারা। তবে অফলাইন ক্লাসে সমস্ত পড়ুয়ার ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট (Vaccination Certificate) থাকা বাধ্যতামূলক। বিশ্বভারতীর হস্টেল খুলবে ২০২২-এর জানুয়ারি মাসে। দিনক্ষণ পরে জানানো হবে। বাকি পড়ুয়াদের ক্ষেত্রে অনলাইন ক্লাস চালু থাকবে কি না, তা এই বিজ্ঞপ্তিতে করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।


ফিরতে চলেছে, শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো ছবি। সশরীরে স্কুলে যেতে পারবে ছাত্র-ছাত্রীরা। পড়ুয়া জীবনে ফিরবে, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড। তবে, পুরোটাই করোনা বিধি মেনে। স্কুল ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলে আসা এবং স্কুল থেকে বাড়ি ফেরা অবধি কীভাবে করোনা বিধি মানতে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করল শিক্ষা দফতর (School Education Department)।


আরও পড়ুন: WB School-College Reopen Date: ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল, কলেজ, নির্দেশ মুখ্যমন্ত্রীর


নির্দেশিকা জারি করে শিক্ষা দফতর জানিয়েছে, 



  • প্রয়োজনে পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। তা ইস্যু করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

  • হস্টেল খোলা যেতে পারে। তবে, কঠোর ভাবে মানতে হবে কোভিড বিধি।

  • স্কুলের হস্টেলে আইসোলেশন রুম রাখতে হবে।

  • স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়াই আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরতে পারবেন না।

  • স্কুলে বসার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মানতে হবে। বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না।

  • একটি বেঞ্চে দু’জন পড়ুয়া বসলে, তার পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে।

  • ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতে প্রার্থনা হবে।

  • স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে।

  • স্কুলে আপাতত অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না।

  • স্কুলে দেওয়া হবে না  রান্না করা মিড ডে মিল।

  • সেক্ষেত্রে, আগের মতোই বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে।

  • আপাতত স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।

  • সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক।

  • স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না।

  • দেওয়া-নেওয়া করা যাবে না, পানীয় জল বা বই।


একইসঙ্গে কলেজে কীভাবে ক্লাস হবে তা নিয়েও নিয়ম বেঁধে দিয়েছে শিক্ষা দফতর। বলা হয়েছে- 



  • ক্যাম্পাসে সচেতনতামূলক পোস্টার দিতে হবে।

  • ক্যাম্পাসে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না।

  • বাইরে থেকে কেউ এলে, নাম নথিভুক্ত করে তবেই ক্যাম্পাসে ঢুকতে পারবেন।

  • নিয়ন্ত্রণ করতে হবে শিক্ষামূলক ভ্রমণ ও ফিল্ড ওয়ার্ক।

  • অতিরিক্ত জেলা শাসকদের নোডাল অফিসার নিয়োগ করতে হবে।

  • কোভিড বিধি মেনে কীভাবে স্কুল চলবে, সেই বিষয়ে জেলা স্কুল পরিদর্শক নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ রাখবেন। 


আরও পড়ুন: রাজ্যে খুলছে স্কুল-কলেজ, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে একযোগে স্বাগত শিক্ষাবিদ-চিকিৎসকদের